Bangladesh: বাংলাদেশে মুজিব অটুট! ইউনূস আমলে তৈরি নতুন নোটেও রইলেন বঙ্গবন্ধু
Bangladesh: এমনকি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়। বাংলাদেশের পাঠ্যক্রম থেকে বঙ্গবন্ধুর নাম মুছতে পদক্ষেপ নিয়েছে ইউনূসের প্রশাসন। তাদের প্রশাসনের কিছু উপদেষ্টার দাবি, হাসিনার আমলে ফ্যাসিবাদের প্রতীক। তাই নতুন বাংলাদেশ গড়তে সেই সব অতীতকে মুছে দিতে হবে।

ঢাকা: আগামী ১৯শে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। ৫, ২০ ও ৫০ টাকার একাধিক নতুন নোট ছাড়তে চলেছে সেদেশের ব্যাঙ্ক। ছোট এসব নোটের পাশাপাশি বড় নোট, যেমন- ১০০, ৫০০ ও ১ হাজারের নোটও ছাড়তে চলেছে তারা।
এবার প্রশ্ন মুজিবের ছবি কি বদলে দিতেই এই নতুন নোট বাজার আনছে বাংলাদেশের সরকার? পালাবদলের পর থেকে বাংলাদেশের অস্থিরতা চিন্তা বাড়িয়েছে গোটা বিশ্বের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশছাড়তেই মুজিব পরিবারের সব স্মৃতি দেশের মাটি থেকে মুছে দিতে একেবারে কোমড় বেঁধে নেমে পড়েছে ইউনূস প্রসাশন।
সম্প্রতি, সেদেশের অন্যতম স্টেডিয়াম, যা বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত ছিল, সেটিরও নামবদল করেছে তারা। এর আগেই আবার খুলনা বিশ্ববিদ্যালয়-সহ দেশের একাধিক মেডিক্যাল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলি মূলত বঙ্গবন্ধু পরিবারের সদস্যেদের নামে নামাঙ্কিত ছিল সেগুলির নামবদল করেছে তারা।
এমনকি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়। বাংলাদেশের পাঠ্যক্রম থেকে বঙ্গবন্ধুর নাম মুছতে পদক্ষেপ নিয়েছে ইউনূসের প্রশাসন। তাদের প্রশাসনের কিছু উপদেষ্টার দাবি, হাসিনার আমলে ফ্যাসিবাদের প্রতীক। তাই নতুন বাংলাদেশ গড়তে সেই সব অতীতকে মুছে দিতে হবে।
কিন্তু দেশের একাধিক জায়গা থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে দিলেও, একটা জায়গা থেকে তাঁকে হটাতে পারেনি ইউনূস প্রশাসন। সম্প্রতি, সেদেশের বাজারে যে নতুন নোট আসছে তাতেও কিন্তু বজায় থাকছে মুজিবের ছবি।
এ বিষয়ে বাংলাদেশের এক ব্যাঙ্কের কর্মকর্তার দাবি, কেন্দ্রীয় ব্যাঙ্কের হাতে বর্তমানে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে। তাই এই মুহূর্তে মুজিবের মুখ সরিয়ে নতুন নোট তৈরি করতে গেলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে বাংলাদেশে। যা এমন অস্থির পরিস্থিতিতে শঙ্কাজনক। আর একই সঙ্গে নতুন কোনও মুখ ছাপানো নোট ও মুজিবের ছবি ছাপানো নোটও বাজারে চালানো সম্ভব নয়। এতে দুর্নীতিও বাড়তে পারে।

