AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Protest: আর অত্যাচার সহ্য নয়, গর্জে উঠল বাংলাদেশের সংখ্যালঘুরা, কাতারে কাতারে সামিল মিছিলে

Bangladesh Protest: ১ নভেম্বর ঢাকার রাস্তায় নেমে হিন্দু ও সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করেন হাজার হাজার মানুষ।  চট্টগ্রামে প্রায় ৩০ হাজার মানুষের জমায়েত হয়। তারা সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দেন।

Bangladesh Protest: আর অত্যাচার সহ্য নয়, গর্জে উঠল বাংলাদেশের সংখ্যালঘুরা, কাতারে কাতারে সামিল মিছিলে
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের মিছিল।Image Credit: X
| Updated on: Nov 03, 2024 | 7:34 AM
Share

ঢাকা: হাসিনা সরকারের পতন ও নতুন বাংলাদেশ গঠনের পর থেকেই হিংসা-আক্রমণের মুখে হিন্দুরা। হামলা হচ্ছে অন্যান্য সংখ্যালঘুদের উপরেও। একাধিকবার নতুন অন্তর্বর্তী সরকারের কাছে সুরক্ষার দাবি করেছেন নাগরিকরা। ভারত, আমেরিকার তরফেও হিন্দুদের উপরে এই হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার আর অনুরোধ নয়, নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পথে নামল শয়ে শয়ে মানুষ। মিছিল-আন্দোলনে সরগরম ঢাকা ও চট্টগ্রাম।

শুক্রবার, ১ নভেম্বর ঢাকার রাস্তায় নেমে হিন্দু ও সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করেন হাজার হাজার মানুষ।  চট্টগ্রামে প্রায় ৩০ হাজার মানুষের জমায়েত হয়। তারা সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের পাহারা দিতে চারিদিক থেকে ঘিরে রেখেছিল বাংলাদেশের সেনাবাহিনী।

গত অগস্ট মাসের ৫ তারিখ গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পরই নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পালাবদলের পর থেকেই বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে হামলা শুরু হয়। লুঠপাট, খুন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, কিছুই বাদ যায়নি। ইউনূস সরকারের তরফে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, কয়েক মাস পার করেও বাস্তব চিত্রটা বিশেষ বদলায়নি।

শুক্রবার এই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে পরামর্শদাতা কাউন্সিল (ইউনূস সরকার) সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার স্বীকারই করতে চান না। আমি দেখেছি তাদের উপরে কী অত্যাচার হচ্ছে… তাদের বাড়িঘর, দোকান, মন্দির- সব জ্বালিয়ে দেওয়া হয়েছে।”

আন্দোলনকারীরা দাবি করেন যে অন্তর্বর্তী সরকারের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য আইন আনা উচিত। নতুন সরকারে সংখ্যালঘুদের ন্যূনতম প্রতিনিধি রাখারও দাবি জানানো হয়।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই চট্টগ্রামে এমন একটি মিছিলে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা ওড়ানোয় ১৯ জনকে দেহদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করা হয়।