AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: ‘কোনওভাবেই না…’, বড় ঘোষণা ইউনূসের, বাংলাদেশিরাই আর চাইছে না তাঁকে?

Bangladesh: চাপের মুখে পড়েই ইউনূস ঘোষণা করতে বাধ্য হন যে আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে নির্বাচন হবে। তবে তাঁর এই ঘোষণাতেও সন্তুষ্ট নয় অনেকে।

Muhammad Yunus: 'কোনওভাবেই না...', বড় ঘোষণা ইউনূসের, বাংলাদেশিরাই আর চাইছে না তাঁকে?
লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।Image Credit: X
| Updated on: Jun 12, 2025 | 6:37 AM
Share

লন্ডন: আর অস্থায়ী সরকার নয়, আগামী বছরেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার পেতে পারে বাংলাদেশ। সেই সরকারের অংশ হবেন মহম্মদ ইউনূস? লন্ডনে এই প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। উত্তরে তিনি বললেন, “কোনওভাবেই না”।

লন্ডন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য রাখতে গিয়েই মহম্মদ ইউনূসকে পড়তে হয় এমন প্রশ্নের মুখে, যার উত্তর বাংলাদেশের মানুষও খুঁজছে। নির্বাচিত সরকারের অংশ হতে চান কি না, এই প্রশ্নের উত্তরে ইউনূস বলেন যে পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনও আগ্রহ নেই তাঁর। তাদের কাজ হল, শান্তিপূর্ণ ও সফলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।

পরবর্তী সরকারে পদ পাওয়া বা অংশ হওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তাতে জল ঢেলে ইউনূস বলেন, “কোনওভাবেই না। একেবারেই না। আমি মনে করি, আমাদের উপদেষ্টা পরিষদের কোনও সদস্য সেটা (সরকারের অংশ) করতে আগ্রহী হবেন না।”

ইউনূস জানান যে তাঁর দায়িত্ব হল দেশে যে সংস্কার-রূপান্তর চলছে, তা ঠিকভাবে শেষ করা। নির্বাচিত সরকারের হাতে যখন তিনি ও তাঁর অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে, তখন যেন জনগণ সন্তুষ্ট থাকে, এ কথাও বলেন ইউনূস।

প্রসঙ্গত, নির্বাচন নিয়েই বাংলাদেশে ক্রমশ চাপ বাড়ছে মহম্মদ ইউনূসের উপরে। ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন চায় বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। সেখানেই বারবার টালবাহানা করছেন ইউনূস। একপ্রকার চাপের মুখে পড়েই ইউনূস ঘোষণা করতে বাধ্য হন যে আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে নির্বাচন হবে। তবে তাঁর এই ঘোষণাতেও সন্তুষ্ট নয় অনেকে। খালেদা জিয়ার দল এখনও চাইছে, ডিসেম্বরেই নির্বাচন হোক।