Bangladesh: যত খুশি তত বিয়ে, খরচ করতে হবে না একটা টাকাও! বাংলাদেশে এ কেমন বদল আনল ইউনূস সরকার?

Avra Chattopadhyay |

Jan 23, 2025 | 6:52 PM

Bangladesh: কিন্তু এবার সেই করের নিয়মই বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা। কিন্তু কেন? সুর চড়িয়ে কার্যত 'কারণ' বলে দিলেন তসলিমা নাসরিন।

Bangladesh: যত খুশি তত বিয়ে, খরচ করতে হবে না একটা টাকাও! বাংলাদেশে এ কেমন বদল আনল ইউনূস সরকার?
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূস
Image Credit source: PTI

Follow Us

ঢাকা: এবার যত খুশি তত বিয়ে। বহু বিবাহে আর কোনও রকম বাধা রাখল না বাংলাদেশের ইউনূস সরকার। মঙ্গলবার, বহুবিবাহে আরোপিত কর বাতিল করে দিলেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল।

এদিন তিনি জানান, ‘বিয়ে সম্পাদনে আরোপিত করকে অযৌক্তিক দাগিয়ে বাতিল করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার তরফে। যার জেরে এবার থেকে ট্যাক্স ছাড়াই বিয়ে করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের ফর্মে বরাবর মেয়েদের জায়গায় লেখা থাকত বিবাহিতা নাকি কুমারী। কিন্তু একটি মেয়ের জন্য এটি একটি আপত্তিকর শব্দ বলেই মনে করি আমরা। তাই এবার থেকে শুধু লেখা থাকবে বিবাহিতা নাকি অবিবাহিতা।’

কী এই বিবাহ কর?

তসলিমা নাসরিনের সোশ্যাল মিডিয়া পোস্ট সূত্রে জানা গিয়েছে, আগে প্রথম বিবাহ বা প্রথম স্ত্রী’র মৃত্যুর পর বিবাহের জন্য একজন পুরুষকে ১০০ টাকা বাবদ কর দিতে হত। প্রথম স্ত্রী’র জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে দিতে হত ৫ হাজার টাকা। সেই দুই স্ত্রীয়ের জীবদ্দশায় তৃতীয় বিয়ে করতে গেলে কর বাবদ দিতে হত ২০ হাজার টাকা। আর চতুর্থ বিয়ে করতে গেলে দিতে হত ৫০ হাজার টাকা।

কিন্তু এবার সেই করের নিয়মই বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা। কিন্তু কেন? সুর চড়িয়ে কার্যত ‘কারণ’ বলে দিলেন তসলিমা নাসরিন।

কী বললেন তিনি? তাঁর কথায়, ‘বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে। আইন উপদেষ্টা যে সংস্কার করেছেন, অনেকে ভাবতে পারে সে সংস্কার তিনি তাঁর নিজের স্বার্থে করেছেন। যেহেতু সম্প্রতি তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ সেরেছেন এবং তিনি তাঁর চতুর্থ বিবাহ, পঞ্চম বিবাহ, এমনকী ত্রয়োদশ বিবাহ নির্বিঘ্নে সারতে, আগাম ব্যবস্থা করে নিলেন।’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘কিন্তু আমি মনে করি, তিনি নিজের স্বার্থে শুধু নয়, সমস্ত লোলুপ পুরুষের স্বার্থে এই সংস্কারের কাজটি করেছেন। বহুবিবাহে পুরুষকে উৎসাহিত করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। তিনি বহুবিবাহ থেকে সমস্ত কর উঠিয়ে নিয়েছেন।’

Next Article