AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: ‘একটা দলই ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে’, এবার BNP-র সঙ্গে সম্মুখ সংঘাতে ইউনূস?

Bangladesh Election: ইউনূসের কথায়, দেশে নির্বাচনের প্রয়োজন রয়েছে, তবে তা যেন সুষ্ঠ, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হয়। জনগণের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

Muhammad Yunus: 'একটা দলই ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে', এবার BNP-র সঙ্গে সম্মুখ সংঘাতে ইউনূস?
মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Updated on: May 30, 2025 | 7:38 AM
Share

ঢাকা: নির্বাচন নিয়ে চাপ বাড়ছে ইউনূসের উপরে। এই চাপেই তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতে জড়ালেন নোবেলজয়ী। আন্তর্জাতিক মঞ্চ থেকে নিজের দেশের রাজনৈতিক দলকেই নাম না করে কটাক্ষ করলেন ইউনূস। আর সেই কটাক্ষ যে বিএনপি-কে করেছেন, তা বুঝতে কারোরই অসুবিধা হচ্ছে না।

বর্তমানে জাপান সফরে রয়েছেন মহম্মদ ইউনূস। সেখানে ৩০তম নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিএনপি-কে কটক্ষ করে ইউনূস বলেন যে একটি মাত্র দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে।

ইউনূসের কথায়, দেশে নির্বাচনের প্রয়োজন রয়েছে, তবে তা যেন সুষ্ঠ, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হয়। জনগণের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

ইউনূস বলেন, “আমরা জনগণকে বলছি, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।”

বাংলাদেশে একাধিক রাজনীতিবিদই প্রশ্ন তুলেছেন, নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বেরই নির্বাচন হবে না কেন? সেই প্রশ্নের জবাবে ইউনূস মন্তব্য করেন, “দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে।”

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, “আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তড়িঘড়ি করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারি। তবে আমাদের যদি ভাল সংস্কার দরকার হয়, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে। কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে বলছেন। সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল এটা বলছে।”

রাজনীতির আঙিনায় পা রাখার কোনও আকাক্ষ্মা নেই বলেই জানান ইউনূস। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবেন বলেই জানান।

প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আয়োজন করা নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসিতে ক্ষুব্ধ অনেকেই। জনতা থেকে রাজনৈতিক দলগুলি দ্রুত নির্বাচন চাইছে। ইউনূস সরকারের বিরোধিতা করে সেনাবাহিনীও সাফ জানিয়েছে, একমাত্র নির্বাচিত সরকারই দেশের সিদ্ধান্ত নিতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য চাপ সৃষ্টি করছে খালেদা জিয়ার দল বিএনপি। বুধবার ঢাকায় বিএনপির সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারির সুরে বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে”। এরপরই ইউনূসের এই কটাক্ষ।