‘এক চোরকে সরিয়ে আর এক চোরকে এনেছি!’, ইউনূসকে সোজাসুজি আক্রমণ মুফতির
Bangladesh: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, "৫৩ বছর যারা দেশ শাসন করেছে, তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। এরা সবাই মুদ্রার এপিঠ-ওপিঠ।"
ঢাকা: আন্দোলন করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে। আওয়ামি লীগ সরকারের পতনের পরই বাংলাদেশ পরিচালনের দায়ভার বর্তেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপর। এই সরকারকে সমর্থন জানিয়েছিল সে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সরকারের চার মাস পেরোতে না পেরোতেই খেয়োখেয়ি শুরু। ঢাকার মসনদ নিয়ে শুরু গৃহযুদ্ধ! ইউনূস শিবির বনাম বিএনপি-জামাত বাগযুদ্ধ দিনে দিনে বেড়েই চলেছে। সরাসরি ইউনূসকে চোর বলে আক্রমণ। ফয়জুল করীম বললেন, “এক চোরকে সরিয়ে আর এক চোরকে এনেছি!”
শুক্রবার ইসলামি আন্দোলনের নেতা আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “৫৩ বছর যারা দেশ শাসন করেছে, তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। বিএনপির শাসনে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামি লীগের শাসনকালে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিঠ-ওপিঠ। ৫ আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল, তা এখনও বন্ধ হয়নি। ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি, শুধু লোকের পরিবর্তন হয়েছে।”
নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ বারবার তোলাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আবার তাদেরকেই আন্দোলন করে সরিয়েছে। আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন।”