AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সম্পত্তিতে নারীদের অধিকার কেন? বিরাট প্রতিবাদ ঢাকায়! বহুগামিতাই পছন্দ ইসলামি গ্রুপের

Bangladesh: হেফাজত-ই-ইসলাম নামক একটি সংগঠন শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করে। প্রায় ২০ হাজার সমর্থক সেই মিছিলে যোগ দিয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ওই সংগঠন দীর্ঘ দাবি-দাওয়া জানায়।

সম্পত্তিতে নারীদের অধিকার কেন? বিরাট প্রতিবাদ ঢাকায়! বহুগামিতাই পছন্দ ইসলামি গ্রুপের
বাংলাদেশে ইসলামিক গ্রুপের মিছিল-সমাবেশ।Image Credit: X
| Updated on: May 04, 2025 | 11:37 AM
Share

ঢাকা: বাংলাদেশের রাজধানীর বুকে ফের প্রতিবাদ। পথে নামল হাজার হাজার মানুষ। কীসের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল? নারী অধিকারের বিরুদ্ধে। ইউনূস সরকার চেয়েছিল, ভারতের মতো বাংলাদেশেও সম্পত্তিতে মহিলাদের সমান অধিকার দেওয়া হোক। নিষিদ্ধ করা হোক বহুগামিতা। তার বিরোধিতা করেই বিক্ষোভে ইসলামি গ্রুপের সদস্যরা। হাজার হাজার মানুষ ওই মিছিলে সামিল হন।

বাংলাদেশ আছে বাংলাদেশেই, তা প্রমাণ হল আরও একবার। যেখানে বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেখানেই উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। নারীদের সমান অধিকার দিতে আপত্তি ইসলামিক সংগঠনগুলির। তাদের পছন্দ বহুগামিতাই।

হেফাজত-ই-ইসলাম নামক একটি সংগঠন শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করে। প্রায় ২০ হাজার সমর্থক সেই মিছিলে যোগ দিয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ওই সংগঠন দীর্ঘ দাবি-দাওয়া জানায়।

নারীদের সম্পত্তির উত্তরাধিকারে সমান অধিকারের প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকার, সেই প্রস্তাবের বিরোধিতা করেছে সংগঠন। পাশাপাশি বহুগামিতা নিষিদ্ধ করা এবং যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার প্রস্তাবেরও বিরোধিতা করেছে।

হেফাজত-ই-ইসলামের নেতা মামুনুল হক দাবি করেন, অন্তর্বর্তী সরকারের কিছু প্রস্তাব দেশের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির ভাবাবেগে আঘাত করেছে। উত্তরাধিকার নিয়ে ধর্মীয় আইন নারী-পুরুষের মধ্যে বৈষম্যের অন্যতম কারণ, এই তকমা দিয়ে অসম্মান করা হয়েছে।

বাংলাদেশের মহিলাদের উপরে পশ্চিমী আইন চাপানো যাবে না বলেই স্লোগান-প্ল্যাকার্ড ধরে বিক্ষোভ দেখায় তারা। অন্তর্বর্তী সরকার যদি দাবি পূরণ না করে, তবে ২৩ মে দেশজুড়ে বিক্ষোভ মিছিল আয়োজন করার হুঁশিয়ারিও দিয়েছে তারা।