AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awami League Rally: ‘ইউনূসের অবৈধ সরকার মানছি না’, ঢাকার রাস্তায় গর্জে উঠল আওয়ামি লীগ

Bangladesh: মিছিলে ছাত্র, যুবদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। ওই মিছিল থেকে আওয়াজ উঠল, "ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানবো না"।

Awami League Rally: 'ইউনূসের অবৈধ সরকার মানছি না', ঢাকার রাস্তায় গর্জে উঠল আওয়ামি লীগ
আওয়ামি লীগের মিছিল।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Dec 14, 2024 | 9:54 AM
Share

কোচবিহার: চার মাসেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে? রাজধানী ঢাকায় মিছিল আওয়ামি লীগের। উঠল মহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান। তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনার প্রতি?

আজ, শুক্রবার সকালে ঢাকার ধানমুন্ডিতে মিছিল করে আওয়ামি লীগ। মিছিলে ছাত্র, যুবদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। ওই মিছিল থেকে আওয়াজ উঠল, “ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানবো না”। শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমর্থনেও স্লোগান ওঠে।

এই মিছিলের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠছে বাংলাদেশে আওয়ামি লীগ? ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামি লীগের সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। আর আওয়ামি লীগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড়, গ্রেফতারি। আওয়ামি লীগের সদর দফতরে হামলা, আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক আওয়ামি লীগের নেতাকে হত্যার অভিযোগও উঠেছে। তবে আজকের মিছিলের পর অনেকেরই মনে প্রশ্ন, ভয় কাটিয়ে আবার কি পথে নামছে আওয়ামি লীগ?