করোনা-ডেঙ্গুর কোপে দোকান খুললেও ক্রেতা নেই, মাথায় হাত বাংলাদেশের ব্যবসায়ীদের
বৃষ্টির জন্যও অনেকে আসেননি বলে জানিয়েছেন দোকারদাররা।
ঢাকা: একদিকে করোনার কোপ, তার মধ্যে ডেঙ্গু। এই পরিস্থিতিতে শপিং মল খুলেও তাই কোনও লাভ হল না। আজ বাংলাদেশের আনলক প্রক্রিয়ায় বেশ কিছু দোকানপাট খুলেছে। কিন্তু ক্রেতার দেখা মেলেনি। বিক্রেতারা বলেন, অনেকেই জিনিসপত্র দেখে চলে যাচ্ছেন। বৃষ্টির জন্যও অনেকে আসেননি বলে জানিয়েছেন দোকারদাররা।
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা দেখার জন্য আধিকারিক নিয়োগ দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। তারা প্রত্যেকটি মার্কেটে ঘুরে পাহারা দিচ্ছেন। এক আধিকারিক জানান, ‘আমরা মূলত স্বাস্থ্যবিধি মানছে কি না, সেটা দেখছি। সেটা ক্রেতা-বিক্রেতা যেই হোক না কেন।’ বিক্রেতাদের প্রথম সাবধান করা হয়। তারপরেও কেউ স্বাস্থবিধি না মানলে কিংবা মাস্ক না পড়লে দোকান বন্ধ করে দেওয়া হয়। পরে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
মালিবাগের এক কাপড় ব্যবসায়ী আবু রায়হান বলেন, ‘মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তাই লোকজন বেশি আসছে না। যাদের বেশি প্রয়োজন আসছে তারাই আসছে শুধু। দীর্ঘ লকডাউনে দোকান বন্ধ থাকায় বড় সমস্যায় পড়ার কথা জানান বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, সরকারের উচিৎ বিক্রেতাদের সাহায্য করা। আরও পড়ুন: হাসপাতালের ভিড় ৬ মাসে সর্বোচ্চ, ডেল্টার দাপটে অসুস্থ শিশুরাও