AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: মৃত্যুহারে নতুন নজির, একদিনেই ভাঙল ২০ সপ্তাহ আগের রেকর্ড

Bangladesh News: সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশের করোনা অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। ডিসেম্বর মাস থেকে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে।

Bangladesh News: মৃত্যুহারে নতুন নজির, একদিনেই ভাঙল ২০ সপ্তাহ আগের রেকর্ড
ছবি: সংবাদ সংস্থা
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 7:22 PM
Share

ঢাকা: সোমবার বাংলাদেশের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০ সপ্তাহের আগের রেকর্ড ভাঙল বলেই জানা গিয়েছে। সকাল ৮ টা অবধি পাওয়া খবর অনুযায়ী বিগত ২৮ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গিয়েছেন। বিকেলেই স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৬৯ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা চার দিন বাংলাদেশের করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার নিচে রইল। গতকাল বাংলাদেশে, ৮ হাজার ৩৪৫ জনের করোনা সংক্রমণের কথা জানা গিয়েছিল। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সোমবার সহ গত চার দিন ধরে করোনা সংক্রমণের হার ২৫ শতাংশের নিচে রইল বলেই জানা গিয়েছে।

সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশের করোনা অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। ডিসেম্বর মাস থেকে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ এবং ওমিক্রনের কারণেই এই সংক্রমণ বৃদ্ধি শুরু হয়েছিল। ৬ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের গণ্ডি অতিক্রম করে। জানুয়ারি মাসের ২০ তারিখ সংক্রমণের সংখ্যা একলাফে ২০ হাজার পার করে গিয়েছিল। ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ অবধি সংক্রমণের সংখ্যা ১০ হাজারের ওপরেই ছিল।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ১৬ জনই ঢাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। বাকি মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ৬ জন, খুলনা ও রাজশাহীর ৫ জন, সিলেটের ৩, ময়মনসিংহের ২ এবং রংপুরের ১ জন। শেষ ২৪ ঘণ্টায় বরিশাল থেকে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ সকলেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে হৃদ্‌রোগ, কিডনি রোগ, ডায়াবেটিস সহ অন্যান্য কোমর্বিডিটি যুক্ত রোগীর মৃত্যুর সংখ্যাই সর্বোচ্চ বলেই জানা গিয়েছে। প্রবীণদের মৃত্যুর হারও বেশি। দেশে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৫৬ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। করোনা অতিমারি শুরুর সময় থেকে শুরু করে বাংলাদেশে এখনও অবধি মোট ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২৭ জনের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা