আরও ১২,১১৬ মুক্তিযোদ্ধাকে মান্যতা হাসিনা প্রশাসনের

এর আগে প্রথম পর্বে ১ লক্ষ ৪৭ হাজার ৫৩৭ জন ও দ্বিতীয় পর্বে ৬ হাজার ৯৮৮ জনের নাম প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও ১২,১১৬ মুক্তিযোদ্ধাকে মান্যতা হাসিনা প্রশাসনের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 07, 2021 | 8:41 PM

ঢাকা:  বিপ্লব গড়ে তুলেছিল বাংলাদেশ (Bangladesh)। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছিল স্বাধীনতা। সেই মুক্তিযোদ্ধাদের আজও সম্মান জানায় সে দেশের সরকার। এ বার তৃতীয় পর্বে সেই তালিকায় যুক্ত হল আরও ১২ হাজার ১১৬ নাম। বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রক এ দিন বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে। মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন ছাড়াই মোট ৩৮৮ উপজেলার ১২ হাজার ১১৬ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে মন্ত্রক।

তালিকায় ঢাকা বিভাগ থেকে নাম উঠেছে ৩ হাজার ৪৫৯ জনের, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন-সহ মোট ১২ হাজার ১১৬ জনের নাম রয়েছে। এর আগে প্রথম পর্বে ১ লক্ষ ৪৭ হাজার ৫৩৭ জন ও দ্বিতীয় পর্বে ৬ হাজার ৯৮৮ জনের নাম প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বার সেই তালিকায় সংযুক্ত হল আরও ১২ হাজার ১১৬ নাম।

মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ তালিকা www.molwa.gov.bd- ওয়েবসাইটে দেখা যাবে বলে জানিয়েছে মন্ত্রক। উল্লেখ্য, বাংলাদেশের এ বারের সাধারণ বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হয়েছে। ১২ হাজারের পরিবর্তে আগামী অর্থবর্ষ থেকে ২০ হাজার টাকা করে পাবেন মুক্তিযোদ্ধারা। তার জন্য ১ হাজার ৯২০ কোটি টাকা অধিক বরাদ্দ করতে চলেছে সরকার।

আরও পড়ুন: ১০ হাজার ইয়াবা-সহ কক্সবাজার থেকে ধৃত এক রোহিঙ্গা