‘আর কোনও বেড ফাঁকা থাকবে না…’, কোভিডে ধুঁকছে ওপার বাংলা
Bangladesh covid cases: গতকালই সংক্রমণ ও মৃতের সংখ্যা সর্বোচ্চ হয়েছিল বাংলাদেশে। একদিনেই মৃত্যু হয়েছে ২৪৭ জনের।
ঢাকা: হাসপাতালগুলিতে আর কোনও জায়গা থাকবে না। করোনা সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে এমনটাই আশঙ্কা করছে বাংলাদেশ। ইদের পর থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ, মৃত্যুতেও রেকর্ড করেছে বাংলাদেশ। আর সেই পরিসংখ্যান সামনে আসার পরই বাংলাদেশের সরকার সতর্ক করছে যাতে প্রত্যেক করোনা বিধি মেনে চলেন, নাহলে সংক্রমণের যে স্রোত আসবে, তা আটকানো কঠিন হবে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘প্রত্যেককে কোভিড বিধি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা চাই না আর রোগীর সংখ্যা বাড়ুক। আমাদের সংক্রমণ কমাতেই হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে গিয়ে এ কথা বলেছেন তিনি। করোনা সংক্রমণের বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে মালিক বলেন, ‘এ ভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে হাসপাতালগুলিতে আর কোনও জায়গাই ফাঁকা থাকবে না।’
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ধাক্কা খাবে, সেটা আমরা চাই না। তাই স্বাস্থ্য বিধি মেনে চলা ছাড়া আর কোনও বিকল্প নেই।’ বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে ১০০০ বেডের ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে, যেখানে ২০০টি বেড থাকবে আইসিইউ হিসেবে।
কঠোর বিধিনিষেধ জারি থাকার পরও দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড তৈরি হয়েছে বাংলাদেশে। সোমবারের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে, সংক্রমণে একদিনেই মৃত্যু হয়েছে ২৪৭ জনের। দেশের করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই ১ জুলাই থেকে কঠোর বিধি নিষেধে আরোপ করা হয়েছে। মাঝে ইদের জন্য ১৫ জুলাই থেকে ২২ জুলাই অবধি বিধিনিষেধের নিয়মে ছাড় দেওয়া হয়েছিল। এরপরই সংক্রমণ ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে। আরও পড়ুন: মুকুল রায়ের PAC চেয়ারম্যান পদ নিয়ে আদালতে মামলা ঠুকল বিজেপি