৬ দিনে ডেঙ্গুতে দেড় হাজার আক্রান্ত, করোনা আতঙ্কের মাঝে বাড়ছে নতুন ভয়

বাংলাদেশে ফের একবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু।করোনার দ্বিতীয় তরঙ্গ তরঙ্গের মাঝেই ডেঙ্গুতে বাড়্যে আতঙ্ক।

৬ দিনে ডেঙ্গুতে দেড় হাজার আক্রান্ত, করোনা আতঙ্কের মাঝে বাড়ছে নতুন ভয়
১১ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 10:37 PM

ঢাকা: গত ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে ভয়ঙ্কর আকার নিয়েছিল ডেঙ্গু। কয়েকশ মানুষের মৃত্যু হয়েছিল। এবার করোনা পরিস্থিতির মধ্যে অস্বাভাবিক ভাবে ডেঙ্গুর সংক্রমণ ফের ভাবিয়ে তুলেছে সে দেশের চিকিৎসকদের। এই অবস্থায় কোনোভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আনা গেলেও ফের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। জানা গিয়েছে, বাংলাদেশে নতুন করে ফের একবার ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে।

মূলত মশার কামড়ে এই রোগ হয়ে থাকে। জানা যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে ২০৪ জনকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৪ জন এবং ঢাকার বাইরে ১০ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা করাতে এসেছেন। এখনও পর্যন্ত অগস্টের প্রথম ৬ দিনেই ১ হাজার ৬৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

জানা যাচ্ছে, গত জুলাই মাসে সব মিলিয়ে দেশে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। যা এই মরশুমে এক মাসের সর্বোচ্চ। ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্নক আকার ধারণ করায় এক লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর তা অনেকটা কমে আসে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলিতে মাত্র ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হিয়েছিলেন।

একদিকে বাংলাদেশের মাটিতে আছড়ে পড়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। হু হু করে বাড়ছে সংক্রমণ। আর এর মধ্যে আবার জুলাই থেকে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। বর্তমানে হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন ৯৯৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৯৫৮ জনই ঢাকা শহরের। বাংলাদেশে এই বছর চিকিৎসা নেওয়া ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩১২ জন। এছাড়া ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে। আরও পড়ুন: দৈনিক আক্রান্ত ১ লক্ষ, বেড নেই হাসপাতালে, আমেরিকাতেও শুরু ‘ডেল্টা’র দাপট