Bangladesh News: ট্রানজিট রুটের স্বপ্নের মধ্যে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের দায়িত্বভার নিলেন প্রণয় ভার্মা
২৯ জুলাই প্রণয়কে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের আগে ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন এই কূটনীতিক।
ঢাকা: বাংলাদেশের ভারতীয় দূতাবাসে (Indian Embassy In Bangladesh) নিযুক্ত নতুন হাই কমিশনার প্রণয় ভার্মা (Pranay Verma) বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। এর আগে বাংলাদেশের ভারতীয় দূতাবাসে বিক্রম কুমার দোরাইস্বামী হাই কমিশনারের ৎিদায়িত্বভার পালন করেছেন। দোরাইস্বামীর অবসরের পরই প্রণয় ভার্মাকে এই পদে নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ সরকার সূত্রে খবর, খুব শীঘ্রই সেদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন নব নিযুক্ত হাই কমিশনার।
২৯ জুলাই প্রণয়কে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের আগে ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন এই কূটনীতিক। ১৯৯৪ সালে প্রণয় ভার্মা ভারতীয় বিদেশমন্ত্রকে চাকরিতে যোগ দিয়েছিলেন। কূটনীতিক হিসেবে তিনি চিন, হংকং ও নেপালে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব হিসেবে তিনি দীর্ঘদিন পূর্ব এশিয়াতে বিভিন্ন পদে কাজ করেছেন। বিদেশমন্ত্রকে যোগ দেওয়ার আগে তিনি টাটা গ্রুপে উচ্চপদস্থ কর্মী হিসেবে চাকরি করতেন।
কয়েকদিন আগেই ভারত ৪ দিনের ভারত সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছিল। হাসিনার বিদেশ সফর ঠিক পর বাংলাদেশে ভারতীয় দূতাবাসে নিযুক্ত তৎকালীন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এক সুখবর শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে আরও একটি ট্রানজিট রুট চায় ভারত এবং সেই নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনাও হয়েছে। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে মেঘালয় অবধি নতুন এই রুট নির্মাণ করা হবে।