Hasina-Lavrov Meet: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার বিদেশমন্ত্রীকে আহ্বান শেখ হাসিনার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন শুক্রবার। এই বৈঠকের পর নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ঢাকা: জি২০ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব এশিয়া সম্মেলন সেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী। সেখান থেকে শুক্রবার নয়াদিল্লিতে এসেছেন তিনি। এই প্রথমবার রাশিয়ার কোনও বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন শুক্রবার। এই বৈঠকের পর নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের পর ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লাভরভ। সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন তিনি।
হাসিনার সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন লাভরভ ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার। এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করেন লাভরভ। তিনিই ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে রাশিয়ার বিদেশমন্ত্রী যান ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানেই বৈঠক হয় দুই দেশের বিদেশমন্ত্রীর।
ঢাকা ও মস্কোর কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশে রাশিয়ার বিদেশমন্ত্রীর এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এবং বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে সামগ্রিকভাবে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সহযোগিতা আলোচনায় গুরুত্ব পেয়েছে। এ ছাড়া বাংলাদেশের রূপপুরে পারমানবিক বিদ্যুৎ প্রকল্প চলছে। সেই প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে রুশ বিদেশমন্ত্রীর এই সফরে। উল্লেখ্য বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং পররর্তীতে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রয়েছে।