Belgium Work Policy: কাজ করতে হবে মাত্র ৪দিন, অফিস শেষে দিতে হবে না বসেদের উত্তর! নতুন নিয়ম আনছে এই দেশ
Belgium Work Policy: ছুটির দিনেও কর্মীরা মুক্তি পাচ্ছেন না অফিসের চাপ থেকে। তবে মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখেই সপ্তাহে চারদিন কাজের নিয়ম আনছে বেলজিয়াম সরকার।

বেলজিয়াম: কাজের চাপে ভারসাম্য হারাচ্ছে ব্যক্তিগত জীবন। ছুটির দিনেও কর্মীরা মুক্তি পাচ্ছেন না অফিসের চাপ থেকে। তবে মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখেই সপ্তাহে চারদিন কাজের নিয়ম আনছে বেলজিয়াম (Belgium) সরকার। মঙ্গলবার সে দেশের প্রধানমন্ত্রী অ্যালেক্জান্ডার ডে ক্রু (Alexander De Croo) জানান করোনা পরবর্তী সময়ে কর্মীদের মানসিক স্বাস্থ্য ও স্বাধীনতার কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম আনা হচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, “করোনা সংক্রমণের জেরে আমাদের কাজের পদ্ধতিতে বদল এসেছে। আমাদের শ্রম ক্ষেত্রকেও এই পরিবর্তনটি স্বীকার করতে হবে। ”
জানা গিয়েছে, মধ্যরাতে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের সবথেকে আকর্ষণীয় দুটি শর্তই হল, সপ্তাহে চারদিন কাজ করতে হবে এবং কাজের সময় শেষ হওয়ার পর তারা কর্ম সংক্রান্ত যাবতীয় বার্তা এড়িয়ে যেতে পারেন, বসের ফোন বা মেসেজের জবাব না দিলেও তার প্রভাব কাজ বা বেতনে পড়বে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্ম ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী কী বলা হয়েছে?
বেলজিয়াম সরকারের নতুন কর্মনীতি অনুযায়ী, পাঁচদিনের বদলে কর্মীরা সপ্তাহের চারদিন কাজ করবেন। মোট কাজের সময় ৩৮ ঘণ্টা হতে হবে। এরফলে কর্মীরা সপ্তাহের শেষে একটানা তিনদিন ছুটি পাবেন। কাজের সময়ের কাঠামোয় পরিবর্তন হওয়ায় কর্মীদের বেতনে কোনও প্রভাব পড়বে না। তবে এই নীতিকে সংস্থার তরফে স্বীকৃতি দেওয়া হলেই তা প্রযোজ্য হবে। অর্থাৎ এই ধরনের কাজ ও ছুটির সুবিধা তারাই পাবেন, যারা বড় কোনও সংস্থায় কাজ করেন, যেখানে কর্মক্ষমতা সমানভাবে ভাগ করা যায়।
কবে থেকে চালু হবে এই নিয়ম?
সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনই এই নিয়ম চালু করা হবে না। এই নতুন কর্মনীতি চালু করার জন্য একটি খসড়া বিল পেশ করা হবে। তার আগে কর্মচারীদের ইউনিয়ন নিজেদের দাবি তুলে ধরতে পারবে। সংসদে ভোটের আগে কাউন্সিল অব স্টেট, যারা সরকারকে পরামর্শ দেয়, তারা এই প্রস্তাবনার খুঁটিনাটি যাচাই করবেন। মনে করা হচ্ছে, সমস্ত ধাপ শেষ করে এই নতুন নিয়ম চলতি বছরের মাঝামাঝি সময়ে চালু হতে পারে।
কোন কোন দেশে এই নিয়ম জারি রয়েছে?
২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্কটল্যান্ডে সপ্তাহের চারদিন কাজের নিয়ম চালু করা হয়েছে। আইসল্যান্ড, স্পেন ও জাপানেও এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরশাহিই প্রথম এই নিয়ম সরকারিভাবে চালু হয়।





