AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ইউনূস-বিএনপির বৈঠকে উঠল সেনার কথা! বিশেষ আর্জি রাখল খালেদা জিয়ার দল

Yunus Meet BNP: উল্লেখ্য, নির্বাচন ছাড়াও ৫০ মিনিটে আলোচনা উঠে আসে পদত্যাগ প্রসঙ্গও। বিএনপি সূত্রে খবর, ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করলেও, তার অন্তর্বর্তী সরকারের তিন বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে সংশয় প্রকাশ করে তারা।

Bangladesh: ইউনূস-বিএনপির বৈঠকে উঠল সেনার কথা! বিশেষ আর্জি রাখল খালেদা জিয়ার দল
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানImage Credit: Getty Image
| Edited By: | Updated on: May 24, 2025 | 11:28 PM
Share

ঢাকা: বিএনপি ও জামাতের সঙ্গে শনির সন্ধেয় হওয়া বৈঠকে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্য়েই একটা রফাদফা করে ফেলা হবে। এর থেকে বেশি এক মুহূর্ত দেরি হবে না। কিন্তু এমন অস্থির দেশে নির্বাচনটা হয় কীভাবে?

এই মুহূর্তে নির্বাচন হলে, তা কতটা স্বচ্ছ হবে, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল খোদ অন্তর্বর্তী সরকার। কিন্তু চাপে পড়তেই এখন নির্বাচন নিয়ে সুর নরম করেছে তারা। তা হলে কীভাবে নির্বাচন? সেই নিয়েও অন্তর্বর্তী সরকারকে রূপরেখা তৈরি করতে বলেছে বিএনপি। এদিন আলোচনার ফাঁকেই নির্বাচনী রোডম্য়াপ তৈরির দাবি তোলে খালেদা জিয়ার দল। একই দাবি শোনা যায় জামাতদের মুখেও।

উল্লেখ্য, নির্বাচন ছাড়াও ৫০ মিনিটে আলোচনা উঠে আসে পদত্যাগ প্রসঙ্গও। বিএনপি সূত্রে খবর, ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করলেও, তার অন্তর্বর্তী সরকারের তিন বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে সংশয় প্রকাশ করে তারা। পাশাপাশি, এই তিন উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান বৈঠকে উপস্থিত থাকা বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য় খন্দকার মোশারফ হোসেন। এদিন তাঁর নেতৃত্বেই চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিলেন ইউনূসের যমুনা বাসভবনে।

সাম্প্রতিককালে রাখাইন করিডর-সহ নানা ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সেনার। যার নমুনা দেখা গিয়েছে, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের মন্তব্য়েও। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা।’

সেনাপ্রধানের এই মন্তব্যের পর থেকেই সরকারের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সম্পর্ক ‘বিষিয়ে গিয়েছে’ বলে মত একাংশের। শনিবার যমুনা বাসভবনে আয়োজিত বৈঠকেও উঠে এল সেই সেনা প্রসঙ্গ। বাংলাদেশের সেনার মর্যাদায় যেন আঘাত না লাগে, ইউনূসের কাছে সেই আর্জিটাই রাখলেন বিএনপির প্রতিনিধিরা। পাশাপাশি, তাদের আরও দাবি, সেনার উপর যেন কোনও আঁচ না পরে তাও সুনিশ্চিত করতে হবে।