Imran Khan : মাথায় ‘বুলেটপ্রুফ টুপি’, কাঁধের পিছনেও বর্ম, কড়া নিরাপত্তা বলয়ে আদালতে ইমরান

Imran Khan : প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ইমরানের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ভরা জনসভায় গুলি চলেছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর।

Imran Khan : মাথায় ‘বুলেটপ্রুফ টুপি’, কাঁধের পিছনেও বর্ম, কড়া নিরাপত্তা বলয়ে আদালতে ইমরান
ইমরান খান
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 1:26 PM

ইসলামাবাদ : মাথা থেকে কাঁধ পর্যন্ত গোলাকার বুলেটপ্রুফ ক্যাপ। কাঁধের পিছনে ঝুলছে বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড। লাহোর আদালতে এই অদ্ভুত সাজে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওতে দেখা যাচ্ছে ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হচ্ছে। নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাঁর কাঁধের পিছনে বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড ঝুলিয়ে রেখেছেন। ব্যালিস্টিক শিল্ড দিয়ে ইমরান খানের চারপাশে একটি বৃত্তও তৈরি করে রাখা হয়েছে। যা নিয়েই সেদেশের রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। 

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ইমরানের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ভরা জনসভায় গুলি চলেছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর। অল্পের জন্য প্রাণে বাঁচলেও, গুরুতর আহত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান নেতা। পায়ে গুলি লেগেছিল ইমরানের। সুস্থ হতেও লাগে বেশ কিছুটা সময়। প্রসঙ্গত, গত মাসেই তোশাখানা মামলায় ইমরানকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিস লাহোর। যদিও পরবর্তীতে তিনি আদালতে হাজিরা দেন। 

এমন পরিস্থিতিতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা নিয়ে খুবই সতর্ক। পাকিস্তান সরকার তাঁকে হত্যা করতে চায়, ইমরান খান নিজেই সম্প্রতি এ দাবি করেছেন। তিনি আবার পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন। ইমরান খান দাবি করেছেন, জারদারি তাঁকে হত্যার জন্য সন্ত্রাসীদের সুপারিও দিয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইমরানের মাথায় ‘বুলেটপ্রুফ টুপি’ দেখতে পাওয়া যাওয়ায় তা নিয়ে জোর চর্চা সে দেশের নাগরিক মহলে।