সকাল হলেই টিকাকরণ! আমেরিকার প্রত্যেকটি হাবে প্রস্তুতি তুঙ্গে
এখনও সারা বিশ্বে সবেচেয়ে বেশি করোনা আক্রান্তর ঠিকানা আমেরিকা।
ওয়াশিংটন: ফেডেক্স ও ইউপিএস ভ্যাকসিন হাব থেকে আমেরিকার বিভিন্ন জায়গায় রওনা দিল ভ্যাকসিন বোঝাই গাড়ি। আর কিছুক্ষণের মধ্যে সে দেশে শুরু হবে করোনা (COVID-19) টিকাকরণ। তার আগে প্রস্তুতি তুঙ্গে। সোমবার সেখানে মোট ১৪৫ টি স্থানে করোনা টিকাকরণ হবে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসের জানিয়েছেন, তাঁর অঙ্গরাজ্য দিয়েই শুরু হবে সারা আমেরিকায় করোনা টিকাকরণ। রবিবার টুইটে বেসের লিখেছেন, “কাল প্রথম করোনা টিকাকরণ হবে। ২৪ ঘন্টারও কম সময়ে আমরা মহামারীর শেষে পৌঁছব।” ১১ মাস আগে প্রথম করোনা আক্রান্তর হদিশ মিলেছিল আমেরিকায়। তারপর নাগাড়ে বেড়েছে করোনা আক্রান্তর সংখ্যা।
এখনও সারা বিশ্বে সবেচেয়ে বেশি করোনা আক্রান্তর ঠিকানা আমেরিকা। গতকালও আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। শুক্রবার রাতে ফাইজ়ার ও বায়োএনটেকের তৈরি করোনা প্রতিষেধককে আপদকালীন ছাড়পত্র দেয় আমেরিকা। মার্কিন এফডিএ ছাড়াও একাধিক দেশ অনুমোদন দিয়েছে ফাইজ়ারের করোনা প্রতিষেধককে।
আরও পড়ুন: টিকল না যুদ্ধবিরতি! আর্মেনিয়াকে ‘ধ্বংস’ করে দেওয়ার হঁশিয়ারি আজারবাইজানের
প্রথম ধাপে আমেরিকার ৩০ লক্ষ মানুষ করোনা প্রতিষেধক পাবেন। সে দেশের মোট ৬৩৬ টি জায়গায় প্রথম পর্বের টিকাকরণ হবে। প্রথমে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। তারপর গুরুতর অসুস্থ বয়স্করা প্রতিষেধক পাবেন। ভারতেও করোনা প্রতিষেধকের অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজ়ার। যদিও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এখনও কোনও প্রতিষেধককেই ভারতে অনুমোদন দেননি।