Donald Trump: ফের জয় ডোনাল্ড ট্রাম্পের, বড় মার্জিনে পিছনে ফেললেন নিকি হ্যালিকে

Feb 25, 2024 | 7:50 AM

Donald Trump: সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি যেখানে মাত্র ১৭ জনের সমর্থন পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে এসেছে ১০৭ জনের সমর্থন। তবে প্রচার জারি রাখছেন নিকি হ্যালি। আগামী নভেম্বর মাসে হবে আমেরিকার মূল প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আশাবাদী ট্রাম্প।

Donald Trump: ফের জয় ডোনাল্ড ট্রাম্পের, বড় মার্জিনে পিছনে ফেললেন নিকি হ্যালিকে
ডোনাল্ড ট্রাম্প
Image Credit source: Facebook

Follow Us

ওয়াশিংটন: হোয়াইট হাউসের লড়াইয়ের পথে আরও একধাপ এগোলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এক জয়ী হলেন তিনি। শনিবার সাউথ ক্যারোলিনা রিপাবলিকানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে প্রাইমারি ইলেকশন ছিল, সেখানে নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় ৭টায় ভোট শেষ হওয়ার পর ট্রাম্পকে সেখানে জয়ী ঘোষণা করা হয়েছে। আমেরিকার মূল প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরপর প্রাইমারি ইলেকশন হচ্ছে আমেরিকায়। সেরকমই এই ভোট ছিল শনিবার। তাতেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ট্রাম্প। সাম্প্রতিককালে একাধিকবার বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে ট্রাম্পের। তারপরও লড়াইয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি।

সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি যেখানে মাত্র ১৭ জনের সমর্থন পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে এসেছে ১০৭ জনের সমর্থন। তবে প্রচার জারি রাখছেন নিকি হ্যালি। আগামী নভেম্বর মাসে হবে আমেরিকার মূল প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আশাবাদী ট্রাম্প।

আমেরিকার বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক প্রচার শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এক সভায় বক্তব্য় রাখতে গিয়ে বলেছেন, ‘আগামী ৫ নভেম্বর হবে আমেরিকাবাসীর মুক্তির দিন। এতদিন ধরে অনেকে মিথ্যা কথা বলে এসেছেন। আমরা যখন জয়ী হব, তখন সেই সব লোকজনের দুর্নীতি পর্দার আড়ালে চাপা পড়ে যাবে, আর আমেরিকা নতুন সূর্যোদয় দেখবে।’

Next Article