AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine War: করেই দেখালেন ট্রাম্প, সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন-রাশিয়া

Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীর ভূমিকায়। তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানোর। ফোনে ও মুখোমুখি কথা বলেছেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই।

Russia-Ukraine War: করেই দেখালেন ট্রাম্প, সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন-রাশিয়া
যুদ্ধবিরতিতে রাজি পুতিন-জেলেনস্কি।Image Credit: PTI
| Updated on: Mar 20, 2025 | 8:57 AM
Share

ওয়াশিংটন: যা এতদিন কেউ পারেনি, তা করে দেখালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথা মতোই যুদ্ধবিরতিতে রাজি হল ইউক্রেন ও রাশিয়া। দুই দেশই সাময়িকভাবে যুদ্ধ থামাতে রাজি হওয়ার পর, হোয়াইট হাউসের তরফে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “দুই দেশ আগে কখনও শান্তির এত কাছাকাছি আসেনি”।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীর ভূমিকায়। তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানোর। ফোনে ও মুখোমুখি কথা বলেছেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই। বুধবারও একে একে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে ১ ঘণ্টা কথা বলেন। এরপরই ইউক্রেন, রাশিয়া জানিয়েছে তারা আপাতত এক মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি।

সূত্রের খবর, নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হলেও, অসামরিক পরিকাঠামো, জনপদ এবং জ্বালানিক্ষেত্রে আগামী ৩০ দিন হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “আপাতক আংশিক যুদ্ধবিরতিতে পৌঁছেছি। তবে প্রেসিডেন্ট অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ টিমকে সৌদি আরবে পাঠাচ্ছেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর জন্য।”

কয়েক সপ্তাহ আগেই ওভাল অফিসে তুমুল বচসা বেঁধেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। তবে এবারে যখন ট্রাম্প তাঁর সঙ্গে কথা বলেন, তখন সেই আলোচনাকে ইতিবাচক বলেই উল্লেখ করেছিলেন। জানা গিয়েছে, ইউক্রেনের খনিজ উত্তোলন নিয়েও কথা হয়েছে ট্রাম্প-জেলেনস্কির মধ্যে।