Donald Trump: জারি জরুরি অবস্থা! প্রেসিডেন্টের দায়িত্ব পেতেই এ কী কাণ্ড ঘটালেন ট্রাম্প?

Avra Chattopadhyay |

Jan 21, 2025 | 1:33 PM

Donald Trump: এবার প্রেসিডেন্টের দায়িত্ব পেতেই নিজের প্রতিশ্রুতি রাখলেন তিনি। আর কড়া হলে দেশে বাড়তে থাকা অনুপ্রবেশ নিয়ে। বরাবরই আমেরিকায় অনুপ্রবেশের জন্য মার্কিন-মেক্সিকো সীমানাকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে থাকে অনুপ্রবেশকারীরা। আর সেই পথেই এবার বাঁধ টানল আমেরিকা।

Donald Trump: জারি জরুরি অবস্থা! প্রেসিডেন্টের দায়িত্ব পেতেই এ কী কাণ্ড ঘটালেন ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন: মার্কিন মসনদের দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দেশজুড়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারপর্ব থেকেই বড় বড় দাবি করেছিলেন তিনি। আপাতত দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই সেই প্রতিশ্রুতিগুলি রাখলেন ট্রাম্প। আমেরিকায় শুরু করলেন এক নতুন অধ্যায়।

বাইডেন জমানার সূর্য অস্ত গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশকে ঝলমলে করেছেন নতুন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারপর্ব থেকে দেশের জনগণকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি, শপথ নেওয়ার পরেও তিনি বলেন, ‘আমার উপর একাধিক আক্রমণ চালানো হয়েছে। কিন্তু আমেরিকা গৌরব ফেরানোর জন্যই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

এবার প্রেসিডেন্টের দায়িত্ব পেতেই নিজের প্রতিশ্রুতি রাখলেন তিনি। আর কড়া হলেন দেশে বাড়তে থাকা অনুপ্রবেশ নিয়ে। বরাবরই আমেরিকায় অনুপ্রবেশের জন্য মার্কিন-মেক্সিকো সীমানাকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে থাকে অনুপ্রবেশকারীরা। আর সেই পথেই এবার বাঁধ টানল আমেরিকা। ক্ষমতা ফিরে পেয়েই সেই সীমানায় জরুরী অবস্থা জারি করলেন ট্রাম্প।

করোনা পর্বের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে প্রভাবিত হওয়ার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। এবার ক্ষমতায় ফিরতেই সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার সরে আসার কথা ঘোষণা করে দিলেন নতুন প্রেসিডেন্ট। পাশাপাশি, বেরিয়ে এলেন প্যারিসের সঙ্গে ক্লাইমেট চেঞ্জ নিয়ে হওয়া চুক্তি থেকেও। এর আগেও আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালীন প্যারিসের সঙ্গে সেই চুক্তিভঙ্গ করেছিলেন ট্রাম্প। কিন্তু বাইডেন জমানায় পুনরায় প্যারিসের সঙ্গে চুক্তি সাক্ষর করেছিল আমেরিকা। এদিন আবার পুনরায় ক্ষমতায় ফিরতে বাইডেনের সাক্ষর করা চুক্তি ভেঙে ফেললেন তিনি।

বরাবরই তৃতীয় লিঙ্গ বা বিকল্প যৌন চাহিদা সম্পন্ন ব্যক্তিত্ব-বিরোধী হিসাবে তকমা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হতেই তিনি জানিয়ে দিলেন, দেশে মাত্র দু’টি লিঙ্গ রয়েছে।

Next Article