আগামী বছরেই সুদিন আসবে, মার্কিন অর্থনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী ডোনাল্ড ট্রাম্পের

ভোট ভিক্ষায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “২০১৬ সালে আপনারা দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং একজন বহিরাগতকে প্রেসিডেন্ট করেছিলেন। আর আপনারা জানেন জো বাইডেনও একজন দুর্নীতি পরায়ণ রাজনীতিক।”

আগামী বছরেই সুদিন আসবে, মার্কিন অর্থনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী ডোনাল্ড ট্রাম্পের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2020 | 12:45 PM

USA Election 2020: ওয়াশিংটন: ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ফের একবার ক্ষমতায় ফিরবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)? নাকি রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে মসনদে বসবেন ডেমোক্রোট প্রার্থী জো বাইডেন? চর্চা গোটা বিশ্ব জুড়েই। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জোড়াল প্রচারে নেমে পড়েছেনে জন এফ কেনেডি, বিল ক্লিনটন ও বারাক ওবামার দলের প্রার্থী জো বাইডেন (Joe Biden)। করোনা নিয়ে মার্কিন প্রশাসনের ব্যর্থতা, বর্ণবিদ্বেষের মতো জ্বলন্ত ইস্যু তো রয়েছেই, এবার ডেমোক্রেট প্রার্থীর প্রচারের অন্যতম হাতিয়ার  দেশের অর্থনীতির বেহাল দশা। বসন্ত আসার আগেই দেশের যুব সম্প্রদায়ের জীবনে ঘোর অমাবস্যা নামিয়ে এনেছে অতিমারি। জীবিকা খুইয়েছেন অন্তত ২ কোটি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটেও ৩ লক্ষ কোটি টাকার ঘাটতি, যা সে দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিরোধী প্রার্থীর এই আক্রমণের পাল্টা সুদিনের স্বপ্ন ফেরি করছেন ডোনাল্ড ট্রাম্প।

করোনামুক্ত হয়েই একেবারে সম্মুখ সমরে মার্কিন প্রেসিডেন্ট। ২৯ সেপ্টেম্বর জো বাইডেনের মুখোমুখি বিতর্ক সভায় সামিল হওয়ার পর ফের একবার প্রচারে ট্রাম্প। ইরি, পেনসিলভেনিয়ায় প্রচার করবেন তিনি। তার আগে মার্কিন অর্থনীতি নিয়ে ভবষ্যদ্বাণীও করে ফেললেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর কথায়, “আগামী বছরেই আমাদের দেশের অর্থনীতির জন্য শ্রেষ্ঠ সময় আসতে চলেছে।”

সোমবার এই মন্তব্যের পর আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “আমরা চাই, সবকিছু আগের মতো স্বাভাবিক হোক। সাত মাস আগেও আমরা যেখানে ছিলাম, সেখানই ফিরতে চাই। আমরা শক্তশালী ভিত্তি স্থাপন করব এবং আপনি নিজেই স্টক মার্কেটের পরিবর্তন দেখতে পারবেন।” জো বাইডেনের বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, “বিকল্প অর্থনীতি তৈরি করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছি। বাইডেন করোনা ভ্যাকসিন নিয়ে আসতে আরও দেরি করবে এবং এতে অতিমারি দীর্ঘায়িত হবে। স্কুল বন্ধ করে দেবে, গোটা দেশকে স্তব্ধ করে দেবে। আর আমরা এক এক করে সব খুলে দিয়ে একটি নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছি।”

আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন আমেরিকানদের ওপর করের বোঝা চাপিয়ে দেবে। নিয়মের ফাঁসেই মানুষের সলীল সমাধি ঘটবে। পুলিশ প্রশাসনকে পঙ্গু করে দেবে বাইডেনের শাসন, এমনও অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ভোট ভিক্ষায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “২০১৬ সালে আপনারা দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং একজন বহিরাগতকে প্রেসিডেন্ট করেছিলেন। আর আপনারা জানেন জো বাইডেনও একজন দুর্নীতি পরায়ণ রাজনীতিক।” বেনজির আক্রমণ শানিয়ে ডেমোক্রেট প্রার্থীর পরিবারকে ‘ক্রিমিনাল এন্টারপ্রাইজ’ বলতেও দ্বিধা করেননি ডোনাল্ড ট্রাম্প।