AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drone Attack: ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার শহরে ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত বহুতল

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর ভোরোনেজ শহরে এই প্রথম ড্রোন হামলা হল। ইউক্রেনই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও ইউক্রেন সরকার বা তাদের সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

Drone Attack: ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার শহরে ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত বহুতল
রাশিয়র শহরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত বহুতল
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 12:46 AM
Share

মস্কো: রাশিয়ার শহরের বহুতলে চলল ড্রোন হামলা। রাশিয়ার দক্ষিণাংশে থাকা ভোরোনেজ শহরে শুক্রবার এই ড্রোন হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় ২ জন আহত হয়েছেন। ওই শহরের গভর্নর এই হামলার কথা জানিয়েছেন। গত কয়েক মাসে এ নিয়ে বেশ কয়েক বার রাশিয়ার শহরের ড্রোন হামলার ঘটনা ঘটল। এর মধ্যে রয়েছে রাশিয়ার রাজধানী মস্কো। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর ভোরোনেজ শহরে এই প্রথম ড্রোন হামলা হল। ইউক্রেনই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও ইউক্রেন সরকার বা তাদের সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

গত বছর ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ান সেনার হামলায় ভগ্নস্তূপে পরিণত হয় ইউক্রেনের বিস্তীর্ণ অংশ। এর পর কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় ইউক্রেন। আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার দেশগুলি বিপুল অস্ত্র সাহায্য করেছে ইউক্রেনকে। রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে পাল্টা হামলার হুঁশিয়ারিও সম্প্রতি দিয়েছে ইউক্রেন। এর পরই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার খবর সামনে এসেছে।

ভোরোনেজ শহরে প্রায় ১০ লক্ষ মানুষের বাস। ইউক্রেন সীমান্ত থেকে এই শহর ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভোরোনেজ স্টেট ইউনিভার্সিটির কাছেই বেলিনস্কি স্ট্রিটে এই ড্রোন হামলা চলেছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে ভোরোনেজের গভর্নর আলেক্সান্ডার গুসেভ বলেছেন, “ভোরোনেজের বেলিনস্কি স্ট্রিটে একটি ড্রোন হামলা হয়েছে।” সেই হামলায় একটি বহুতলের দেওয়াল কালো হয়ে গিয়েছে, বেশ কিছু দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুতলের দেওয়ালেও ফাটল ধরেছে বলে রাশিয়ার প্রশাসন সূত্রে জানা গিয়েছে।