Elon Musk Political Party: এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি লড়াই, ‘আমেরিকান পার্টি’র ঘোষণা ইলন মাস্কের
Elon Musk: শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দলের ঘোষণা করেন টেসলা কর্তা। লেখেন, "আজ, আমেরিকা পার্টি তৈরি হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে। আমরা এক দল রাজনৈতিক সিস্টেমে থাকি, এটা গণতন্ত্র নয়।"

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দারুণ সখ্যতা, তারপর হঠাৎই বিরোধ। আভাস মিলেছিল সেই সময়েই। জল্পনা সত্যি করে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দল, “আমেরিকা পার্টি”-র।
শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দলের ঘোষণা করেন টেসলা কর্তা। লেখেন, “আজ, আমেরিকা পার্টি তৈরি হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে। আমরা এক দল রাজনৈতিক সিস্টেমে থাকি, এটা গণতন্ত্র নয়।”
আরেকটি পোস্টে নিজের পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও জানান। লেখেন, “স্পার্টানদের কেউ হারাতে পারে না, এই বিশ্বাস যেমনভাবে ভেঙেছিল, আমরাও সেভাবে এক দলের সিস্টেম ভাঙব। যুদ্ধক্ষেত্রে ঠিক জায়গায় আমাদের নিশানা।”
By a factor of 2 to 1, you want a new political party and you shall have it!
When it comes to bankrupting our country with waste & graft, we live in a one-party system, not a democracy.
Today, the America Party is formed to give you back your freedom. https://t.co/9K8AD04QQN
— Elon Musk (@elonmusk) July 5, 2025
প্রসঙ্গত, ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসের দিনই ইলন মাস্ক এক্স হ্য়ান্ডেলে জনগণের মতামত নিতে পোস্ট করেছিলেন, “স্বাধীনতা দিবস একদম সঠিক সময় আপনাদের প্রশ্ন করার যে আপনারা কি দুই দল (কেউ কেউ বলেন এক দল) সিস্টেম থেকে মুক্তি পেতে চান! আমরা কি আমেরিকা পার্টি তৈরি করব?”
মাস্কের এই প্রশ্নের উত্তরে ৬৫.৪ শতাংশ মানুষ হ্যাঁ বলেছিলেন, ৩৪.৬ শতাংশ না বলেছিলেন। স্পেসএক্স সংস্থার মালিক ইলনের দাবি, এই সমর্থন পেয়েই তিনি রাজনৈতিক দল আনলেন। জনগণ দুই দলের (ডেমোক্রাট ও রিপাবলিকান) উপরে বিরক্ত।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দারুণ সখ্যতা থাকলেও, সম্প্রতিই সেই বন্ধুত্বে চিড় ধরে। ট্রাম্পের দেওয়া প্রশাসনিক পদ ছেড়ে দেন মাস্ক। সমালোচনাও করেন ট্রাম্পের স্বপ্নের বিগ বিউটিফুল বিলের। পাল্টা জবাব দেন ট্রাম্পও। এরপরই গুঞ্জন শোনা যাচ্ছিল যে নতুন পার্টি শুরু করতে পারেন ইলন মাস্ক। শনিবার সেই জল্পনাই সত্যি হল।





