Explain on Sheikh Mujibur Rahman’s Dhanmondi House: ৩২ নম্বর ধানমন্ডি – বিপ্লব, রক্ত, ধ্বংস, জানুন প্রতিটি ইটের ইতিহাস
Dhanmondi House: ছেলের আর্তনাদ শুনেই বঙ্গবন্ধু ছুটে যান নিজের ঘরে। বন্ধ করে দেন দরজা। বন্ধ হয়ে যায় গুলির শব্দ। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসেন মুজিবর। মুহূর্তের মধ্যে তাঁকে ঘিরে ফেলে আততায়ীরা। বঙ্গবন্ধু তাঁদের বলেন, “তোমরা কী চাও? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?”

‘ওরা আমাদের সন্তানের মতো, ওরা কোনও ক্ষতি করবে না’। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইং থেকে যখন খবর এসেছিল যে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, তখন এই কথাই বলেছিলেন শেখ মুজিবর রহমান (Sheikh Mujibur Rahman)। সালটা ছিল ১৯৭৫। ভারত, আমেরিকার গোয়েন্দা বাহিনী বারবার সতর্ক করছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানকে। বলেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশ সেনার অন্দরেই এই পরিকল্পনা করা হচ্ছে! লক্ষ্য, মুজিব সরকার ফেলে দেওয়া। ওই সতর্কবার্তায় কান দেননি বঙ্গবন্ধু। তাঁর ভরসা ছিল দেশবাসীর উপরে। যাদের জন্য লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছেন, তারা নিশ্চয়ই ক্ষতি চাইবে না। তবে মুজিবরের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। নিজের বাড়িতেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে। বাড়ির সিড়িতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল মুজিবরের দেহ। ...
