Philippines: ফিলিপিন্সে ধর্মীয় সভায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৮
Blast: দক্ষিণ ফিলিপিন্সের মারাউই শহরের মারাউই বিশ্ববিদ্যালয়ে এক ধর্মীয় সমাবেশে চলছিল। সেখানে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। হঠাৎ করেই জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ।
ম্যানিলা: জোরাল ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ফিলিপিন্স (Philippines)। রবিবার সকালে দক্ষিণ ফিলিপিন্সের এক প্রার্থনা সভায় জোরাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। এটি জঙ্গি হামলা এবং মৌলবাদী সংগঠন এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ফিলিপিন্সের মারাউই শহরের মারাউই বিশ্ববিদ্যালয়ে এক ধর্মীয় সমাবেশে চলছিল। সেখানে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। হঠাৎ করেই জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক।
মারাউই বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনাটি নাশকতা বলে জানাচ্ছেন মারাউই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আধিকারিক তাহা মান্দানগান। তিনি বলেন, “এটা যে জঙ্গি হামলা তা স্পষ্ট। এটা কেবল দুজনের মধ্যে লড়াই নয়। একটি বোমা সকলকে মেরে ফেলতে পারত।” গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে ঘটনাটি ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।