Khalistani Warning: নিজ্জরের মৃত্যুর পরই খালিস্তানি কার্যকলাপ নিয়ে আমেরিকায় সতর্কবার্তা জারি FBI-র
FBI: গত ১৮ জুনই কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে-তে গুরুদ্বারের বাইরে অজ্ঞাতপরিচয় দুই আততায়ী গুলি করে খুন করে খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জরকে। এই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যু ঘিরেই বিতর্ক-তরজা শুরু হয়েছে ভারত-কানাডার মধ্যে।

ওয়াশিংটন: খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যু ঘিরে ক্রমশ টানাপোড়েন বাড়ছে ভারত ও কানাডার মধ্যে। একদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রু়ডো ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন। অন্যদিকে, ভারতের তরফে এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। খালিস্তানি জঙ্গি নিজ্জরের সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কেও তথ্যপ্রমাণও পেশ করা হয়েছে। এইসবের মাঝেই এবার আমেরিকায় সতর্কবার্তা জারি করা হল। জানা গিয়েছে, আমেরিকায় খালিস্তান সমর্থনকারীদের সঙ্গে দেখা করে এবং তাদের সতর্ক করেছে।
গত ১৮ জুনই কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে-তে গুরুদ্বারের বাইরে অজ্ঞাতপরিচয় দুই আততায়ী গুলি করে খুন করে খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জরকে। এই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যু ঘিরেই বিতর্ক-তরজা শুরু হয়েছে ভারত-কানাডার মধ্যে। এরইমাঝে আমেরিকান শিখ কউকাস কমিটির কো-অর্ডিনেটর প্রীতপাল সিং জানান, তাঁর কাছে এফবিআইয়ের কাছ থেকে ফোন এসেছিল। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী আরও দুই শিখ আমেরিকানের সঙ্গেও ফোন ও সশরীরে এসে দেখা করেন এফবিআই আধিকারিকরা।
তিনি বলেন, “গত জুন মাসে দুই এফবিআই আধিকারিক আমার সঙ্গে এসে দেখা করেন। তাঁরা জানান, আমার প্রাণের ঝুঁকি রয়েছে। কোথা থেকে বিপদ রয়েছে, সে সম্পর্কে কিছু জানানো না হলেও, আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে।”
বাকি যে দুইজন শিখ-আমেরিকানকে সতর্ক করা হয়েছে, তাঁরা নিজেদের নাম প্রকাশ না করলেও জানিয়েছেন যে এফবিআই এজেন্টরা তাদেরও সতর্ক করেছেন।





