হাত মেলাতে যেতেই প্রেসিডেন্টের গালে সপাটে চড়, গ্রেফতার দুই
ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্যারিস: মোবাইল হাতে প্রেসিডেন্টের ছবি তুলছিলেন অনেকেই। অধীর আগ্রহী সেই জনতার দিকে হাসিমুখে এগিয়ে যান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ। আর তখনই ঘটে সেই ঘটনা। এক ব্যক্তি আচমকাই প্রেসিডেন্টের গালে সপাটে চড় মারেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যান তাঁর দেহরক্ষীরা। সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্টকে।
সবুক টি শার্ট পরা এক ব্যক্তি চড় মারেন ম্যাকরঁর গালে। তাঁর গলায় শোনা যায় ‘Down with Macron-ism’. ফিরে আসার পরফের তিনি ভিড়ের দিকে এগিয়ে যান। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দু’জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। একজন চড় মারায় অভিযুক্ত, অন্যজনের ভূমিকা নিয়ে কিছু জানায়নি পুলিশ। তাঁদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নেট দুনিয়ায় ‘অন্ধকার’, স্তব্ধ হল বিশ্বের একাধিক বড় ওয়েবসাইট
দেশ জুড়ে সফর করছেন ম্যাকরঁ। এ দিন ছিল সেই সফরের দ্বিতীয় দিন। আগামী দু মাসে বেশ কয়েক জায়গায় সফর করবেন তিনি। করোনা পরিস্থিতি নিজে খতিয়ে দেখতে চান ম্যাকরঁ।
আরও পড়ুন: ফের অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল বৈষ্ণো দেবী মন্দির