২০১৫ সালে গ্রেটার সাহারায় শাহরাউয়ির নেতৃত্বেই আইসিস বাহিনীর প্রতিষ্ঠা হয়, এই গোষ্ঠী আইএসজিএস নামে পরিচিত। মালি, নাইজার ও বুরকিনা ফাসোয় একাধিক হামলার পিছনে এই গোষ্ঠীরই হাত রয়েছে বলে জানা গিয়েছে। ২০২০ সালের ৯ অগস্ট আইএসজিএসের প্রধান আদনান নিজেই ছয়জন ফরাসি ত্রাণকর্মী ও নাইজারে তাদের গাড়ির চালক ও গাইডকে খুন করার নির্দেশ দিয়েছিলেন। বছর ঘুরতেই তার প্রতিশোধ নিল ফরাসি সেনা।চলতি বছরের জুন মাস থেকেই গ্রেটার সাহারায় অতিরিক্ত সেনা মোতায়েন করেন ফরাসি প্রেসিডেন্ট। একের পর এক আইসিস জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়। এর ফলে আগে থেকেই ওই অঞ্চলে চাপে পড়ে ছিল আইসিস গোষ্ঠী। এ বার শীর্ষনেতার  মৃত্যুতে ওই এলাকায় আইসিস গতিবিধি ও কার্যকলাপ অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করছে ফ্রান্স।