Video: দাউ দাউ করে জ্বলছিল আগুন, আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মসজিদের বিশালাকার গম্বুজ
Indonesia mosque dome collapses: বুধবার, ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসলামিক সেন্টারে অবস্থিত জামি মসজিদে ভয়াবহ আগুন লেগেছিল। যার জেরে ভেঙে পড়েছে মসজিদের প্রধান গম্বুজ।
জাকার্তা: মেরামতির কাজ চলছিল। তার মধ্যে কীভাবে যেন লেগে গিয়েছিল আগুন। অল্প সময়ের মধ্যেই গোটা মসজিদটাই চলে গিয়েছিল আগুনের গ্রাসে। আর তারপর, আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার গম্বুজ! ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের ঘটনা। বুধবার, স্থানীয় সময় দুপুর তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। জাকার্তা ইসলামিক সেন্টারের জামি মসজিদের এই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং গম্বুজ ভেঙে পড়ার ঘটনায় অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
গম্বুজ ভেঙে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে প্রত্যক্ষদর্শীদের মোবাইল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিয়ো ফুটেজ এখন ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, গোটা মসজিদ ভবনটি জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, বের হচ্ছে ঘন কালো ধোঁয়া। হঠাৎ, তাসের ঘরের মতো ভেঙে পড়ে গম্বুজটি। গম্বুজটি ভেঙে পড়ার পর আগুন ও কালো ধোঁয়ায় সঙ্গে মেশে ধ্বংসাবশেষের ধুলোর মেঘও। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সময় কাছাকাছি কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
Mosque dome in Jakarta collapses in fire
According to local media reports, it was the #Jakarta Islamic Center in Koja. pic.twitter.com/ItptlxfOgg
— Nguyen Ken (@NguyenK68421403) October 19, 2022
স্থানীয় প্রতিবেদনে আরও বলা হয়েছে, দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় জামি মসজিদের আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ইসলামিক সেন্টারেই মেরামতির কাজ চলছিল। কিন্তু মসজিদ ভবনটিতে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। যে ঠিকাদার সংস্থাকে ইসলামিক সেন্টার মেরামতের বরাত দেওয়া হয়েছিল, আগুন লাগার কারণ অনুসন্ধানে, তাদের জেরা করা হচ্ছে। মসজিদ ছাড়াও জাকার্তা ইসলামিক সেন্টার কমপ্লেক্সে শিক্ষাকেন্দ্র, বাণিজ্যিক কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র রয়েছে। তবে, আগুনে শুধুমাত্র মসজিদটিরই ক্ষতি হয়েছে।
আশ্চর্যের বিষয় হল, ২০ বছর আগে শেষবার ইসলামিক সেন্টারের মেরামত করা হয়েছিল। ২০০২ সালের সেই অক্টোবর মাসেও মসজিদে আগুন লেগে গিয়েছিল। তবে, সেই যাত্রা গম্বুজটির কোনও ক্ষতি হয়নি। ৫ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল।