Ground Report on Russia-Ukraine Conflict: আকাশ থেকে খসে পড়ছে মিসাইলের টুকরো, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি স্থানীয়দের! আতঙ্ক ইউক্রেন জুড়ে

Ground Report on Russia-Ukraine Conflict: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের এয়ারবেসগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লাগাতার মিসাইল হামলা চালিয়ে বায়ুসেনার প্রতিরক্ষা প্রস্তুতিকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।

Ground Report on Russia-Ukraine Conflict: আকাশ থেকে খসে পড়ছে মিসাইলের টুকরো, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি স্থানীয়দের! আতঙ্ক ইউক্রেন জুড়ে
ইউক্রেনের রাস্তায় পড়ে রয়েছে মিসাইলের টুকরো।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2022 | 2:39 PM

কিয়েভ: হাজারো সতর্কতা সত্ত্বেও ইউক্রেনে (Ukraine) সামরিক অভিযান (Military Operation) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া (Russia)। বৃহস্পতিবার সকালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পূর্ব রাশিয়ার সীমান্তে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দমন করতেই এই সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। তবে ইউক্রেন দখল করতে চান না তারা, এই দাবিও করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে বাস্তব চিত্র অন্য কথাই বলছে। ইতিমধ্যেই  রাশিয়ার আক্রমণে ইউক্রেনের এক সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সাীমান্ত পেরিয়ে পদাতিক বাহিনী যে ইউক্রেনের ভিতরে ঢুকে পড়েছে, তাও জানা গিয়েছে। অন্যদিকে, ইউক্রেনের তরফে পাল্টা প্রত্যাঘাতেরও খবর মিলছে। তাদের দাবি, পাঁচটি রাশিয়ান বিমান ও একটি হেলিকপ্টার ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিন ভোররাত থেকেই ইউক্রেনের আকাশে রাশিয়ার মিসাইলের দেখা মিলছে। মুহুর্মুহু গোলাবর্ষণ হচ্ছে দেশের একাধিক প্রান্তে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। বিমানবন্দরের কাছে গুলির শব্দও পাওয়া গিয়েছে। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের বিমানঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ হয়েছে বলেও জানা গিয়েছে।

রাশিয়ার হামলা শুরুর কিছুক্ষণ পরেই ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ক্রিমেন সীমান্তের কাছে শেল হামলায় এক সেনার মৃত্যু হয়েছে। রাশিয়ার সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম ইউক্রেনের কোনও সেনার মৃত্যুর খবর মিলল।তবে ইউক্রেনের পুলিশের তরফে জানানো হয়েছে, রাশিয়ার হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। পোডিলস্কে সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ সেনা। নিখোঁজ হয়ে গিয়েছেন বহু মানুষ। সতর্কতার জন্য শহর জুড়ে বাজানো হচ্ছে সাইরেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের এয়ারবেসগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লাগাতার মিসাইল হামলা চালিয়ে বায়ুসেনার প্রতিরক্ষা প্রস্তুতিকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, তারা রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের পূর্ব অংশে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। সেখানেই রাশিয়ার হামলাকারী বিমানগুলিকে ধ্বংস  করে দেওয়া হয়েছে। ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকোভ মিলিটারি হেডকোয়ার্টার, মিলিটারি ওয়ারহাউসে হামলা চালিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের উত্তর অংশের সীমান্ত জুড়ে হামলা চালাচ্ছে। মূলত বেলারুসের সীমান্ত দিয়েই হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। ইউক্রেনের ২৩টি প্রদেশে ইতিমধ্যেই রাশিয়ার পদাতিক বাহিনী ঢুকে পড়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, রাশিয়ার হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেনের সাধারণ মানুষ। রাস্তায় গাড়ির লম্বা লাইন দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুকনো খাবার মজুত করে রাখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

আরও পড়ুন: Russia Ukraine War: ‘বিশ্বের কাছে রাশিয়াকে কৈফিয়ৎ দিতে হবে’, বার্তা বাইডেনের