Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: খতম দাদাগিরি! চিনের চোখ রাঙানির জবাবে মোদী বললেন, ‘এখানে থাকতে এসেছি…’

QUAD Summit: মার্কিন নির্বাচনের পর কোয়াডের আর অস্তিত্ব থাকবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর বার্তায় সাফ জানিয়ে দেন, কোয়াড থাকবেই। একইসঙ্গে আগামী বছর কোয়াড সম্মেলন আয়োজনেরও ঘোষণা করেন তিনি।

PM Narendra Modi: খতম দাদাগিরি! চিনের চোখ রাঙানির জবাবে মোদী বললেন, 'এখানে থাকতে এসেছি...'
কোয়াড সামিটে প্রধানমন্ত্রী মোদীর বার্তা।Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Sep 22, 2024 | 10:26 AM

ওয়াশিংটন: কোয়াড সামিটে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার, ডেলাওয়ারোর উইলমিংটনে কোয়াড সামিটে যোগ দিয়েই প্রধানমন্ত্রী মোদী বললেন, “এখানে কেউ কারোর বিরুদ্ধে নয়। এই বহুপাক্ষিক সম্পর্ক অটুট থাকবে”। চিনের নাম উল্লেখ না করেই পরোক্ষে বার্তা দিয়ে মোদী বলেন যে কোয়াড নেতার অর্থ হল আন্তর্জাতিক নিয়ম ও প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো।

তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথমদিনেই তিনি কোয়াড সম্মেলনে যোগ দেন। সেখানে উদ্বোধনী বার্তায় তিনি বলেন, “আমরা এমন সময়ে একজোট হয়েছি, যখন বিশ্বজুড়ে অশান্তি-যুদ্ধ চলছে। পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধের উপরে ভিত্তি করে কোয়াড কাজ করছে, যা গোটা মানবতার জন্যই অত্যন্ত জরুরি। আমরা কেউ কারোর বিরুদ্ধে নই। আমরা সবাই আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নিয়ম, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে এবং শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে একে অপরকে সমর্থন করি।”

মার্কিন নির্বাচনের পর কোয়াডের আর অস্তিত্ব থাকবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর বার্তায় সাফ জানিয়ে দেন, কোয়াড থাকবেই। একইসঙ্গে আগামী বছর কোয়াড সম্মেলন আয়োজনেরও ঘোষণা করেন তিনি। মোদী বলেন, “আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট-কোয়াড থাকবে, এক অপরকে সাহায্য, অংশীদারিত্বে সামিল হবে। আমি আরও একবার প্রেসিডেন্ট বাইডেন ও আমার সকল সঙ্গীদের স্বাগত জানাই। আগামী ২০২৫ সালে ভারতে কোয়াড লিডার্স সামিট আয়োজন করতে রাজি আমরা।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও এই সামিটে উপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

কোয়াডকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবেন কে, এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মোদীর দিকেই ইঙ্গিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “ভারতের অভিজ্ঞতা ও নেতৃত্ব থেকে আমেরিকার অনেক কিছু শেখার আছে”।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’ আয়োজনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত মহাসাগরে অবদমিত শক্তি হয়ে উঠেছে ভারত।

প্রসঙ্গত, এ বছরের কোয়াড সামিট ভারতেই হওয়ার কথা ছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে তা আমেরিকায় তাঁর নিজের শহর ডেলাওয়ারে আয়োজন করা হয়। এটিই বাইডেনের শেষ কোয়াড সামিট কারণ চলতি বছরেই তাঁর প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হচ্ছে।

নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!