Bangladesh’s army: এখন তাদের হাতেই ক্ষমতা, কতটা শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী?
Bangladesh's army: সরকারে কারা কারা থাকবে, তার একটা তালিকা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে, বকলমে ক্ষমতা এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাতে। সেনাবাহিনীর হাতে বাংলাদেশের ক্ষমতা চলে যাওয়াটা ভারতের জন্য বিপদের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী?
ঢাকা: দ্রুত পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে দেশত্যাগ করেছেন। এখন, দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে। অন্তর্বর্তী সরকার গঠন করছে তারা। সরকারে কারা কারা থাকবে, তার একটা তালিকা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে, বকলমে ক্ষমতা এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাতে। সেনাবাহিনীর হাতে বাংলাদেশের ক্ষমতা চলে যাওয়াটা ভারতের জন্য বিপদের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী?
চলতি বছরের শুরুতে, ‘গ্লোবাল ফায়ারপাওয়ার’ বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনীর ১৪৫টি দেশের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশ প্রতি বছর সশস্ত্র বাহিনীর জন্য ৬.৯৯ বিলিয়ন ডলার বা ৮২১৫৫ কোটি বাংলাদেশি টাকা ব্যয় করে। ভারত ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় মধ্যে তাদেরই প্রতিরক্ষা বাজেট সবথেকে বেশি। তাদের সেনাবাহিনীতে ১৬,৩০০ সক্রিয় সদস্য রয়েছে। কোনও রিজার্ভ বাহিনী নেই। আধাসামরিক বাহিনীতে ৬৮ লক্ষ সদস্য আছে।
অস্ত্রশস্ত্রের মধ্যে ৩২০টি ট্যাঙ্ক, ১৩,১০০টি সাঁজোয়া যান এবং ২৭টি স্ব-চালিত আর্টিলারি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর টাওড আর্টিলারির সংখ্যা ৩৭০। আর এমএলআরএস বা রকেট আর্টিলারি রয়েছে ৭১টি।
বাংলাদেশ বায়ুসেনার হাতে আছে মোট ২১৬টি এয়ারক্র্যাফ্ট। এর মধ্যে যুদ্ধবিমান ৪৪টি, ট্রেইনার বিমান ৮৭টি, হেলিকপ্টার ৭৩টি, স্পেশাল মিশন ক্র্যাফ্ট ৪টি এবং ট্রান্সপোর্ট বিমান আছে ১৬টি। কোনও অ্যাটাক টাইপ এয়ারক্র্যাফ্ট, ট্যাঙঅকার ফ্লিট, অ্যাটাক হেলিকপ্টার নেই।
তাদের নৌবাহিনীর হাতে সব মিলিয়ে অ্যাসেট আছে ১১৭টি। ফ্রিজেট ৭টি, কর্ভেট ৬টি, সাবমেরিন ২টি, পেট্রল ভেসেল ৫৫টি, মাইন ওয়ারফেয়ার ৫টি। কোনও এয়ারক্র্যাফ্ট কেরিয়ার, হেলিকপ্টার কেরিয়ার, ডেস্ট্রয়ার নেই।
বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান হলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ২০২৪-এর ২৩ জুন তিনি পদটি গ্রহণ করেছিলেন। শেখ হাসিনার সরকারকে একপ্রকার ইস্তফা দিতে বাধ্য করেছে তিনিই। বর্তমানে বাংলাদেশে সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। জেনারেল জামানের সঙ্গে শেখ হাসিনার আত্মীয়তাও রয়েছে। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর খুড়তুতো বোনের স্বামী। তবে, তাঁকে নিয়োগ করলে সমস্যা হতে পরে বলে হাসিনাকে আগেই সতর্ক করেছিল ভারত।
তবে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ধারে ভারে কোনও তুলনাই হয়না বাংলাদেশ সেনাবাহিনীর। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুসারে, ভারতীয় সেনাবাহিনী এখন বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী। শুধু আমেরিকা, রাশিয়া আর চিন ভারতের আগে আছে। ভারতের সক্রিয় সেনা সদস্যর সংখ্যা ১৪.৫৫ লক্ষ। যা প্রায় বাংলাদেশের জনসংখ্যার সমান। এছাড়া, ২৫.৭ লক্ষ আধাসামরিক কর্মী এবং ১১.৫৫ লক্ষ রিজার্ভ কর্মী রয়েছে। অস্ত্রশস্ত্র সব দিক থেকেই অনেক এগিয়ে ভারত।