AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: বাণিজ্য থেকে ব্রহ্মস! যেভাবে ভারতের পাশে ‘বামপন্থী’ রাশিয়া

India Russia Relations: ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের সমর্থনে আমেরিকা ও ব্রিটেন ভারতকে ঘিরে ফেলতে তাদের নামজাদা সব রণতরী পাঠায়। ভারত বার্তা পাঠায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে। সঙ্গে সঙ্গে অ্যাডমিরাল ভ্লাদিমির ক্রুগলিয়াকভের নেতৃত্বে বঙ্গোপসাগরে হাজির হয় পরমাণু শক্তিধর রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিন।

Explained: বাণিজ্য থেকে ব্রহ্মস! যেভাবে ভারতের পাশে 'বামপন্থী' রাশিয়া
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2025 | 4:59 PM

কলকাতা: রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতা আজকের নয়, ১৯৪৭- এ স্বাধীনতার সময় থেকেই। আজ ব্রহ্মস-এর মতো বিধ্বংসী মিসাইল বা এস-৪০০ সুদর্শনের মতো ডিফেন্স সিস্টেমই নয়, বহু সু ও দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে ভারত ও রাশিয়া। সাধে কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবছর মস্কো সফরে গিয়ে রাশিয়াকে ভারতের সবসময়ের সঙ্গী, ভরসাযোগ্য ‘দোস্ত’ বলে অভিহিত করেন? মোদী ও পুতিনের বন্ধুত্বও বেশ গভীর। বারবার একাধিক ঘটনাতে তার প্রমাণও মিলেছে। দুই দেশ ও রাষ্ট্রপ্রধানের মধ্যে সেই বন্ধুত্বই আজ একবার ঘুরে দেখা যাক। ১. এস-৪০০ ডিফেন্স সিস্টেমকে যখন আমেরিকা নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছিল, প্রায় একঘরে করে ফেলছিল রাশিয়াকে, তখনই যোগ্য বন্ধুর মতো মস্কোর পাশে দাঁড়ায় দিল্লি। ২০২৩-এ রেকর্ড ৬৫...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন