AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shafiqul Alam: ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে… লন্ডনে ইউনূসের প্রেস সচিবকে তাড়া করল ক্ষুব্ধ বাংলাদেশিরা

Protest in London: ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমও চরম বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীদের নজর এড়াতেই হোটেলের পিছনের দরজা দিয়ে তিনি বের হন, কিন্তু তাতেও রক্ষা হয়নি।

Shafiqul Alam: ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে... লন্ডনে ইউনূসের প্রেস সচিবকে তাড়া করল ক্ষুব্ধ বাংলাদেশিরা
লন্ডনে বিক্ষোভের মুখে শফিকুল আলম।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jun 11, 2025 | 5:00 PM

লন্ডন: বিদেশের মাটিতে চরম বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ও তাঁর প্রেস সেক্রেটারি শফিকুল আলম। লন্ডনের রাজপথে কার্যত তাড়া করা হল প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে। ব্রিটিশ পুলিশের সুরক্ষা বেষ্টনীতে তিনি কোনওমতে পালিয়ে রক্ষা পান।

গত বছর শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান পদে মহম্মদ ইউনূস বসার বিষয়টি বাংলাদেশের একাংশের যেমন নাপসন্দ, তেমনই বিষয়টি ভালভাবে নেয়নি প্রবাসী বাংলাদেশিরাও। আজ লন্ডনে মহম্মদ ইউনূস পা রাখতেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

অন্যদিকে, ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমও চরম বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীদের নজর এড়াতেই হোটেলের পিছনের দরজা দিয়ে তিনি বের হন, কিন্তু তাতেও রক্ষা হয়নি। প্রবাসী বাংলাদেশিরা তাঁকে দেখেই গালিগালাজ করতে থাকে এবং ধাওয়া করার চেষ্টা করে। ব্রিটিশ পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে কোনওমতে তিনি পালিয়ে বাঁচেন।

প্রসঙ্গত, এর আগে মে মাসে জাপান সফরে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন মহম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিরা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বাংলাদেশের পতাকা হাতে, শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেন তারা। এর জেরে নির্ধারিত কর্মসূচিও বাতিল করে দিতে বাধ্য হয়েছিলেন ইউনূস।