ইমরান বলেছিলেন লাদেন ‘শহিদ’, একই প্রশ্নে পাক বিদেশমন্ত্রীর মুখে ‘হ-য-ব-র-ল’

২০১১ সালে পাকিস্তানে মার্কিন সেনাবাহিনী খতম করে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে।

ইমরান বলেছিলেন লাদেন 'শহিদ', একই প্রশ্নে পাক বিদেশমন্ত্রীর মুখে 'হ-য-ব-র-ল'
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 21, 2021 | 7:32 PM

ইসলামাবাদ: ২০২০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলেছিলেন। সংসদে দাঁড়িয়ে আমেরিকার ৯/১১ হামলার মাস্টার মাইন্ডকে এই তকমা দিয়েছিলেন ইমরান। একই প্রশ্নে কার্যত ‘থ’ হয়ে গেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। আফগানিস্তানের এক সংবাদ মাধ্যম এ বিষয়ে পাক বিদেশমন্ত্রীর মত জানতে চাইলে সে প্রশ্ন এড়িয়ে যেতে বাধ্য হন শাহ মহম্মদ কুরেশি।

২০১১ সালে পাকিস্তানে মার্কিন সেনাবাহিনী খতম করে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে। সে বিষয়ে প্রশ্নের মুখে কুরেশি বলেন, “ওয়েল…উহ… এগেন…।” এইভাবে অসংলগ্ন কথা বলে সংবাদ মাধ্যমকেই কাঠগড়ায় দাঁড় করাতে চান তিনি। তখন পাল্টা সাংবাদিক প্রশ্ন করেন, “উনি কি শহিদ? আপনি ইমরানের খানের মন্তব্যের বিরোধিতা করছেন?” এরপর বিদেশমন্ত্রী বলেন, “আমি এটা পাস করতে চাই।”

বিভিন্ন সাংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুন মাসে পাক সংসদে ইমরান খান উর্দু ভাষায় বলেছিলেন, “আমি কোনওদিনও ভুলব না কীভাবে আমেরিকানরা পাকিস্তানে এসে ওসামা বিন লাদেনকে খুন করেছিল। তাঁকে শহিদ করেছিল।” লাদেন ছিলেন আমেরিকার ৯/১১ হামলার মাস্টার মাইন্ড। যে হামলায় ৩,০০০ আমেরিকাবাসীর মৃত্যু হয়েছিল। এরপর মার্কিন সেনা পাকিস্তানে এসে লাদেনেকে খতম করে।

আরও পড়ুন: মহিলাদের পোশাকের জন্যই ধর্ষণ বাড়ছে, পুরুষরা তো রোবট নয়: পাক প্রধানমন্ত্রী