Imran Khan: সুপ্রিম কোর্টে জামিন পেতেই বড় পদক্ষেপ করলেন ইমরান খান
Pakistan General Election 2024: এদিনই সাইফার মামলায় ব্যক্তিগত ১০ লক্ষ টাকা বন্ডে ইমরান খানের জামিন মঞ্জুর করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়ের পর আর দেরি করেননি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। ২২ গজের মতোই রাজনীতির ময়দানেও স্বমহিমায় ফিরতে মরিয়া ইমরান।
ইসলামাবাদ: সুপ্রিম কোর্টে জামিন পেতেই ভোট-ময়দানে নেমে পড়লেন কাপ্তান (Imran Khan)। পাকিস্তানের সাধারণ নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা PTI নেতা ইমরান খান। শুক্রবার আপাতত নিজের শহর মিয়াঁওয়ালি কেন্দ্রের প্রার্থী হিসাবেই মনোনয়ন পেশ করলেন তিনি।
এদিনই সাইফার মামলায় ব্যক্তিগত ১০ লক্ষ টাকা বন্ডে ইমরান খানের জামিন মঞ্জুর করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও অনুমতি দেয় আদালত। ইমরান খানের নির্বাচনে জয় হওয়া না হওয়ার বিষয়ে জনগণের মতপ্রকাশের অধিকার রয়েছে বলেও সুপ্রিম-রায়ে বলা হয়েছে। আদালতের এই রায়ের পর আর দেরি করেননি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। ২২ গজের মতোই রাজনীতির ময়দানেও স্বমহিমায় ফিরতে মরিয়া ইমরান। তাই এদিন আদালতের রায় ঘোষণা হতেই মিয়াঁওয়ালি কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন ইমরান খান।
প্রসঙ্গত, জামিন না পেলে আদিয়ালা জেল থেকেই ইমরান খান লাহোর, মিয়াঁওয়ালি এবং ইসলামাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তাঁর দল, পিটিআইয়ের তরফে জানানো হয়। নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদনও জানান। যদিও আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। কিন্তু, এদিন সুপ্রিম-রায়ে বড় জয় পেলেন ইমরান ও তাঁর দল। তবে এদিন কেবল মিয়াঁওয়ালির প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেছেন। লাহোর ও ইসলামাবাদ থেকেও ইমরান প্রার্থী হবেন কিনা সে বিষয়ে তিনি বা তাঁর দলের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।