AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Imran Khan: দারিদ্রের অন্ধকারে আরও ডুববে পাকিস্তান, যদি… চরম ভবিষ্যদ্বাণী ইমরানের

Pakistan: ইমরানের আশঙ্কা এই অবস্থায় যদি নতুন করে ঋণ দেওয়া হয়, তাহলে ইসলামাবাদের উপর আরও চাপ বাড়বে এবং একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পাকিস্তানের দারিদ্র। প্রসঙ্গত, গতকালই পিটিআই সেনেটর আলি জাফর দাবি করেছিলেন ইমরান খান ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে চিঠি পাঠাতে চলেছেন। আর এরপরই ইমরানের তরফ থেকে এই স্বীকারোক্তি এল।

Pakistan Imran Khan: দারিদ্রের অন্ধকারে আরও ডুববে পাকিস্তান, যদি... চরম ভবিষ্যদ্বাণী ইমরানের
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি।Image Credit: AP
| Updated on: Feb 24, 2024 | 10:24 AM
Share

ইসলামাবাদ: জেলে বসেই এবার ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে চিঠি পাঠালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের জন্য নতুন করে কোনও ঋণের অনুমোদন দেওয়ার আগে যেন নির্বাচনী ফলাফলের একটি অডিট করা হয়, চিঠিতে সেই দাবিই তুলেছেন ইমরান। সংবাদ সংস্থা এএনআই-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান নিজেও স্বীকার করেছেন সেই চিঠি পাঠানোর কথা। কিন্তু নিজের দেশের জন্যই কেন ঋণ আটকাতে চাইছেন জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী? ইমরানের অবশ্য সোজাসাপ্টা বক্তব্য, তাদের দেশের যা আর্থিক হাল, এই অবস্থায় যদি পাকিস্তান নতুন করে ঋণ নেয়, তাহলে সেই ঋণের টাকা ফেরত দেবে কে? সেটাই বড় প্রশ্ন ইমরানের কাছে।

ইমরানের আশঙ্কা এই অবস্থায় যদি নতুন করে ঋণ দেওয়া হয়, তাহলে ইসলামাবাদের উপর আরও চাপ বাড়বে এবং একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পাকিস্তানের দারিদ্র। প্রসঙ্গত, গতকালই পিটিআই সেনেটর আলি জাফর দাবি করেছিলেন ইমরান খান ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে চিঠি পাঠাতে চলেছেন। আর এরপরই ইমরানের তরফ থেকে এই স্বীকারোক্তি এল।

তবে একইসঙ্গে ওই সংবাদসংস্থা সূত্রে এও জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড নতুন পাকিস্তানি সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে। প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরানের দাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। এদিকে আবার পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দারও দাবি করেছেন ইমরানের ওই চিঠির কোনও গুরুত্বই নেই। উল্টে ইমরান যে চিঠি ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে পাঠিয়েছেন, তা পাকিস্তানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলেই দাবি ইশাকের। ইমরানের চিঠির তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।