Modi Trump Meeting: দ্বিগুণ হবে বাণিজ্য! পাঁচ বছরে ৪,৩৪,১৯,৮৭,৫০,০০,০০০ কোটি টাকা খরচ করবে ভারত-আমেরিকা
Modi Trump Meeting: বৃহস্পতিবার, দ্বিপাক্ষিক বৈঠক থেকেই ২০৩০ সালের মধ্যে ভারত-আমেরিকার বাণিজ্য দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন'-এর আদলেই 'মেক ইন্ডিয়া গ্রেট এগেইন'-এর স্লোগান দিয়েছেন মোদী।

ওয়াশিংটন: মার্কিন ভূমে সফরে প্রধানমন্ত্রী মোদী। আমেরিকার মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তনে ‘পুরনো বন্ধুত্ব’ আরও একবার ঝালিয়ে নিতেই সেদেশে গেলেন তিনি। হল সাক্ষাৎ, চলল বৈঠক। প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক আলোচনায় বাদ পড়ল না কিছুই। কথা হল চলতি ‘কর-যাতনা’ নিয়েও।
তবে এই সব নানাবিধ প্রসঙ্গের মাঝেও নজর কেড়েছে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্যিক প্রতিশ্রুতির অঙ্ক। বৃহস্পতিবার, দ্বিপাক্ষিক বৈঠক থেকেই ২০৩০ সালের মধ্যে ভারত-আমেরিকার বাণিজ্য দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলেই ‘মেক ইন্ডিয়া গ্রেট এগেইন’-এর স্লোগান দিয়েছেন মোদী।
ওই দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। সেখানেই দাবি করা হয়, শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ আরও একাধিক খাতে আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪৩ লক্ষ ৪১ হাজার ৯৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে দুই দেশ। এছাড়াও, মহাকাশ গবেষণায় যৌথ ভাবে কাজ করবে নাসা-ইসরো, সেই প্রতিশ্রুতিটাও দিয়েছেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, ভারতের হাত মজবুত করতে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্পও। যে মুহূর্তে পড়শি দেশের আগুনের আঁচ পড়া শুরু হয়েছে এই দেশের অন্দরেও। সেই মুহূর্তে মোদীর সঙ্গে বৈঠক থেকে ভারতকে সামরিক ভাবে আরও মজবুত করতে বিশ্বের সর্বশক্তিমান যুদ্ধবিমান বিক্রির ঘোষণা করে দিলেন ট্রাম্প। এছাড়াও, চলতি শুল্ক-যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন তারা। ভারতের সঙ্গে আমেরিকা যে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এমনটাই প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের।
মোদী-ট্রাম্পের এই বৈঠক যে ভারতের ভবিষ্যতের দিক থেকে ইতিবাচক, সেই ইঙ্গিতটাও কিন্তু দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘মোদী-ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন অনেকটা ভাল। এর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের সঙ্গে একাধিক চুক্তি করেছে আমেরিকা। সুতরাং, দুই রাষ্ট্রনেতার সুসম্পর্কের মধ্যে দিয়ে দেশের সম্পর্কও যে ভাল হয় সেই নিয়ে কোনও সন্দেহই নেই।’





