ভারতের মতোই পাকিস্তানে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল ইরান

বৃতি দিয়ে ইরানের এলিট রেভোলিউশনারি গার্ডস জানিয়েছে মঙ্গলবার রাতের এই হামলার কথা।

ভারতের মতোই পাকিস্তানে ঢুকে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালাল ইরান
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 7:30 PM

তেহরান: এ বার পাকিস্তানের (Pakistan) ভূখণ্ডে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল ইরান (Iran)। শুধু তাই নয়, পাকিস্তানের বুকে আঘাত হেনে বন্দি থাকা দুই জওয়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে এল ইরানের সেনা। বিবৃতি দিয়ে ইরানের এলিট রেভোলিউশনারি গার্ডস (IRGC) জানিয়েছে মঙ্গলবার রাতের এই হামলার কথা। বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, আ়ড়াই বছর আগে জ়ইশ উল-আদল জঙ্গি সংগঠন যে সীমান্তরক্ষীদের অপরহণ করেছিল ,তার মধ্যে ২ জনকে উদ্ধার করে ইরানে ফিরিয়ে আনা হয়েছে।

পাকিস্তানে শিকড় ছড়িয়ে রয়েছে জঙ্গি সংগঠন জইশ উল-আদল। ২০১৮ সালের ১৬ অক্টোবর পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ উল-আদল ১২ জন সীমান্তরক্ষীকেস অপহরণ করেছিল। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল সে কথা। সেই সীমান্তরক্ষীদের দেশে ফেরাতে ইসলামাবাদের সঙ্গে সম্মিলিত বোর্ড গঠন করেছিল তেহরান।

২০১৮ সালের নভেম্বর মাসের ৫ তারিখ ৫ ইরানের জওয়ান মুক্তি পান। ২০১৯ সালের ২১ মার্চ আরও ৪ জওয়ানকে উদ্ধার করে পাক সেনা। এরপরই মঙ্গলবারের অভিযানে আরও ২ সেনাকে উদ্ধার করল ইরান। জইশ উল-আদল ইরানে থাকা বালোচ সুন্নিদের অধিকারের দাবিতে সরব। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ইরানের বাসিজ প্যারামিলিটারি শিবিরে হামলার দায়ভার নিয়েছিল জইশ উল-আদল। এছাড়াও একাধিক হামলার অভিযোগ রয়েছে এই পাকিস্তানি জঙ্গি সংগঠনের উপর।

আরও পড়ুন: দু-নৌকায় পা মার্কিন মুলুকের, কৃষিক্ষেত্রে সংস্কারের প্রশংসা করে শান্তিপূর্ণ আন্দোলনেও সমর্থন

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারতের বায়ুসেনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এয়ারস্ট্রাইক করেছিল ভারত। তখন ইসলামাবাদ দাবি করেছিল ওই স্ট্রাইকে কোনও মানুষেরই প্রাণহানি হয়নি। তবে সম্প্রতি এক পাক কূটনীতিবিদ জানিয়েছেন, ওই হামলায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।