Iran-Israel Clash: যুদ্ধ জিগির থামছেই না পাকিস্তানের! ইরানের হয়ে ইজরায়েলের বিরুদ্ধে লড়াই করবে এবার?
Pakistan: আসিফের দাবি, এখন সময় এসেছে সকলকে একসঙ্গে শত্রুর মুখোমুখি হওয়ার। এই শত্রু হল ইজরায়েল। যদি এখনই ইজরায়েলকে প্রতিহত না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও মুসলিম প্রাণ হারাবে।

ইসলামাবাদ: ইজরায়েল-ইরানের সংঘাতে সামিল হবে পাকিস্তানও? বড় ইঙ্গিত দিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ইজরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলির উপরে হামলা এবং ইরানের প্রত্যাঘাতের পরই মধ্য প্রাচ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতেই ইরানকে সমর্থন জানাল পাকিস্তান।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, যদি এখনই মুসলিমরা ঐক্যবদ্ধ না হয়, তাহলে ইজরায়েল সকলের সঙ্গেই একই আচরণ করবে।
এ দিন আসিফ সাংবাদিকদের বলেন, “ইরানের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, তা অত্যন্ত ভুল। আমরা ইরানের পাশে আছি। এই হামলার নিন্দা করছি।”
তিনি আরও বলেন, “গাজায় যে গণহত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে সকল মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়া উচিত। যদি এখনই সকল দেশ ঐক্যবদ্ধ না হয়, তাহলে ভবিষ্যতে কিছুই হবে না।”
আসিফের দাবি, এখন সময় এসেছে সকলকে একসঙ্গে শত্রুর মুখোমুখি হওয়ার। এই শত্রু হল ইজরায়েল। যদি এখনই ইজরায়েলকে প্রতিহত না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও মুসলিম প্রাণ হারাবে।
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতিই ইরান সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলি খোমেইনির সঙ্গে দেখা করেছিলেন। তখন খোমেইনি ইজরায়েলের বিরুদ্ধে কথা না বলার জন্য পাকিস্তানকে তিরস্কার করেছিলেন। বলেছিলেন, “মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যদি পাকিস্তান চুপ থাকে, তাহলে তা ভুল।পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে , সে কথা ভুললে চলবে না। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কথা বললে ওরা ভয় পাবেই।”





