
১২ দিনের সংঘাতের অবসান। গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইজরায়েল। পাল্টা হামলা চালায় ইরান। পরে সেই সংঘাতে সরাসরি জড়ায় আমেরিকা। অবশেষে ১২ দিন পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরান ও ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।
সংঘর্ষবিরতির পর জাতির উদ্দেশে ভাষণে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের পরমাণুঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েল। জাতির উদ্দেশে ১০ মিনিটের বক্তব্যে তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করেছে ইজরায়েল। ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানে কেউ যদি পরমাণু কর্মসূচি ফের চেষ্টা করে, তবে একইরককভাবে তা ব্যর্থ করতে আমরা পদক্ষেপ করব।”
বিস্তারিত পড়ুন: ইরানের পরমাণুঘাঁটি কারা ধ্বংস করল? ভিন্ন দাবি ট্রাম্প-নেতানিয়াহুর
১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ইরান ইজরায়েলের দিকে মোট ৫১১টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সময়ের মধ্যে কেবল ৩০টি মিসাইল তাদের নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, অর্থাৎ সর্ব মোট সাফল্যের হার দাঁড়িয়েছে মাত্র ৫.৮৭%।
হয়নি কোনও সংঘর্ষ বিরতি। ট্রাম্পের দাবিকে ফুৎকার মেরে উড়িয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। এদিন তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্য়মগুলিকে জানান, ‘ইরানের সঙ্গে কোনও প্রকারের সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি।’
কাতার-সহ মধ্যপ্রাচ্যের মোট চার দেশের মার্কিন সেনাঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা চালাতেই এই বিরতির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘সবাইকে অনেক অভিনন্দন। আগামী ১২ ঘণ্টার জন্য ইজরায়েল ও ইরান সম্পূর্ণ ভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, যুদ্ধ একেবারে শেষ।’
ট্রাম্পের সংযোজন, ‘প্রথম ১২ ঘণ্টার জন্য ইরান যুদ্ধবিরতি পালন করবে। তার পরের ১২ ঘণ্টার জন্য ইজরায়েল বিরতি পালন করবে। এরপর ২৪ ঘণ্টা কাটতেই টানা ১২ দিন ধরে চলা সংঘর্ষে একেবারে ইতি টানবে এই দুই দেশ। যখন এক পক্ষ ১২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে, তখন অন্য পক্ষকে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শান্তি বজায় রাখতে হবে।’
কাতারে অবস্থিত মার্কিনঘাঁটিতে ইরান মিসাইল হানা চালানোর পর সেদেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলল নয়াদিল্লি। বর্তমান পরিস্থিতি সেদেশে বসবাসকারী ভারতীয়দের বাড়িতে থাকতে বলা হয়। কাতার কর্তৃপক্ষের গাইডলাইন মেনে চলতে বলা হয়েছে। কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রতি মুহূর্তের আপডেট জানাবে বলে বার্তা দেওয়া হয়েছে।
অব্যাহত হামলা-পাল্টা হামলা। আমেরিকার পর ইরানের ফরডো পরমাণুকেন্দ্রে হামলা চালাল ইজরায়েল। সোমবার ইজরায়েলের জেরুজালেমে হামলার প্রতিবাদেই এই প্রত্যাঘাত IDF-এর।
হরমুজ প্রণালি বন্ধের খবরে ঘুম ছুটেছে বেজিংয়ের! ইরান-ইজরায়েল দু’পক্ষকেই অশান্তি থামাতে বলল চিন। তাদের বিদেশমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পারস্য উপসাগর ও তার আশেপাশের জলপথ গুরুত্বপূর্ণ। সুতরাং ওই পথ খোলা থাকা প্রয়োজন।’
সোমবার সকালে ইজরায়েলে ফের হামলা চালাল ইরান। ইজরায়েল ডিফেন্স ফোর্স সূত্রে জানা গিয়েছে, এবার সরাসরি ইতিহাসের শহর জেরুজালেমে হামলা চালিয়েছে তারা। শোনা গিয়েছে, সাইরেনের শব্দ।
বাঙ্কারে লুকিয়ে ইরানের সুপ্রিম লিডার খামেনেই। দেখা করছেন না কারও সঙ্গে। ব্যবহার করছেন না কোনও ইলেক্ট্রনিক ডিভাইস। প্রয়োজনীয় বার্তা পাঠাচ্ছেন চিরকুটে লিখে, দাবি ইজরায়েলের। খামেনেই আদৌ বেঁচে রয়েছেন কিনা সেই প্রশ্ন তুলছেন ইরানি নেতারাও।
ইরানের এয়ারফিল্ডে হামলা ইজরায়েলের। এফ-১৪ জেট, মিসাইল স্টোরেজ ধ্বংস করা হয়েছে বলে দাবি আইডিএফের। ৬টি মিলিটারি এয়ারপোর্টে হামলা করে ১৫টি ফাইটার জেট ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
রবিবারের হামলার পর অবশেষে মুখ খুলেছেন খামেনেই। একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে আমেরিকাকে ‘শাস্তি’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ইহুদি সমর্থিত শত্রুরা বড় ভুল করে ফেলেছে, ওরা বিরাট অপরাধ করেছে। যার শাস্তি ওদের পেতেই হবে।’
ইজরায়েলকে পাল্টা জবাব দিল ইরান। জেরুজালেম সহ একাধিক শহরে মিসাইল অ্যাটাক। ঘনঘন বাজছে সাইরেন। বাঙ্কারে আশ্রয় নিতে ছুটছে সাধারণ মানুষ।
মধ্য ইরানে হামলা ইজরায়েলের। অস্ত্রভাণ্ডার ধ্বংসের দাবি আইডিএফের। এই কমান্ড সেন্টার থেকেই বিগত এক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছিল ইরান। এখানেই যাবতীয় ব্যালেস্টিক মিসাইল মজুত ছিল। যদি ইজরায়েলের দাবি সত্যি হয়, তবে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে।
শুধু আকাশপথে নয়, সাইবার স্পেসেও চলছে যুদ্ধ। ইরান অ্যাডভান্সড সাইবার অ্যাটাক করল ইজরায়েলে। সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি হ্যাক করে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
এদিন হামলার পর ভারতীয় সময় অনুযায়ী, বিকাল নাগাদ একটি প্রেস বৈঠক করেন মার্কিন সেনার জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কাইনি। সেই বৈঠকেই হানা বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, ‘আমরা ১৩ হাজার কেজির দু’টি ক্ষেপণাস্ত্র দিয়ে ফরডো ও নাতানুজ় পরমাণু কেন্দ্রের উপর হামলা চালাই। আর ইশফাহান পরমাণু কেন্দ্রের জন্য কম শক্তিশালী তোমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়।’
কাইনির সংযোজন, ‘২০০১ সালের পর প্রথম এত বড় কোনও অভিযানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী B-2 যুদ্ধবিমান ব্যবহার করেছে আমেরিকা। যা মিসৌরি থেকে টানা ৩৭ ঘণ্টা ধরে উড়ে গিয়ে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এই ২৫ মিনিটের অভিযানে ১৪টি বাঙ্কার বাস্টার ও দুই ডজন তোমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আমেরিকা। যার জন্য ইরানের আকাশে তাদের মোট ১২৫টি যুদ্ধবিমান পাঠাতে হয়েছিল।’
এদিন হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে নিজেদের সংসদে একটি প্রস্তাব পাশ করিয়েছে ইরান সরকার। তবে সংসদ থেকে প্রস্তাব পাশ হলেও, তা বাস্তবায়ন হওয়ার আগে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা আলি আয়াতুল্লা খামেনেইয়ের থেকে অনুমতি নিতে হয়। তিনি এই সংসদীয় সিদ্ধান্তে অনুমোদন দিলেই বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী। কালো মেঘ ঢেকে দেবে বিশ্ব বাণিজ্য়ের আকাশ।
ইরানের পাশে রাশিয়া? প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভাদেভের মন্তব্যের শুনে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ওয়াকিবহাল মহল। দিমিত্রির দাবি, ‘মার্কিন হানায় কিছুই হয়নি ইরানের। ওরা আগেই সকল জরুরি পরিকাঠামো সরিয়ে ফেলেছিল।’ তাঁর আরও দাবি, ‘একাধিক দেশ ইরানকে পরমাণু অস্ত্র দিতে তৈরি।’
আমেরিকার হামলার পরেই তৎপরতা বেড়েছে ইরানে। আগামিকালই মস্কো যেতে চলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগছি। সেখানে গিয়ে তিনি দেখা করবেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী লিখেছেন, ‘ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। বর্তমান পরিস্থিতি অনেকটাই আলোচনা হয়েছে। গোটা ঘটনা খুবই উদ্বেগজনক। অবিলম্বে আমাদের উত্তেজনা প্রশমনের মাধ্যমে কূটনৈতিক স্তরে আলোচনা নিয়ে যাওয়া প্রয়োজন।’
Spoke with President of Iran @drpezeshkian. We discussed in detail about the current situation. Expressed deep concern at the recent escalations. Reiterated our call for immediate de-escalation, dialogue and diplomacy as the way forward and for early restoration of regional…
— Narendra Modi (@narendramodi) June 22, 2025
ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালাতেই লড়াই জারি রাখার হুঁশিয়ারি দেন সেদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি আয়াতুল্লা খামেনেই। এবার হুঁশিয়ারি মতোই কাজ। আমেরিকা নয়। তেল আভিভে পাল্টা প্রত্যাঘাতে ইরানের। যার জেরে আহত হয়েছে ৮৬ জন।
সতর্ক মিশর। ইরানে আমেরিকা বোমা ফেলতেই গোটা ঘটনার নিন্দা করেছে কাতার সরকার। পরিস্থিতির অবনতি হচ্ছে বলেই দাবি তাদে্র। অন্য়দিকে, শঙ্কার আবহে ভারত সফর পিছিয়ে দিয়েছেন মিশরের বিদেশমন্ত্রী বদর আবদেলাত্তি।
লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যরাতে বেড়া ভেঙে আমেরিকা হামলা চালাতেই ক্ষেপেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই। সাফ কথা, ” লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। নেতানিয়াহুর অ্য়াজেন্ডাকেই বাড়াচ্ছেন ট্রাম্প। ইরানের কড়া জবাবের অপেক্ষা করুক আমেরিকা।”
ইরানের তিনটি “নিউক্লিয়ার” সাইটে আমেরিকার হামলা। ফোর্ডওতে ৬টি বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে আমেরিকা। নাতাঞ্জ এবং ইস্ফাহানে আঘাত করা হয়েছে ৩০টি টমাহক মিসাইল। ৩০টি মিসাইল ছোড়া হয়েছে সাবমেরিন থেকে। যদিও ইরান বলছে ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। বিস্তারিত: যুদ্ধে এন্ট্রি ট্রাম্পের, আমেরিকার আক্রমণে কেঁপে উঠল ইরান! পরপর তিনটি পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দিল মার্কিন যুদ্ধ বিমান
শেষ পর্যন্ত হামলা করেই দিল আমেরিকা
শনিবার আমেরিকার দিকে হুঁশিয়ারি তোপ দাগল ইয়েমেনের হুথি গোষ্ঠী। স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিল, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝে ইজরায়েল কোনও ভাবে সমর্থন জোগায়, তা হলে তারাও লোহিত সাগর দিয়ে একটাও মার্কিন জাহাজ পেরতে দেবে না।
মার্কিন ঘাঁটি থেকে ৬টি মার্কিন ‘বি-২ স্টেলথ যুদ্ধবিমান’ উড়ে গেল ইরানের দিকে। প্রতিটি বিমান দু’টি করে মোট ১৫ টনের বাঙ্কার বাস্টার বোমা বহনের ক্ষমতাসম্পন্ন। ইরানের সবচেয়ে সুরক্ষিত ফোরডো পরমাণু ঘাঁটিতে হামলায় তবে কি সবুজ সঙ্কেত দিলেন ট্রাম্প? তুঙ্গে জল্পনা
কেঁপে উঠল ইরানের মাটি। উত্তর ইরানের কেন্দ্রীয় শহর সেমনান সাক্ষী থাকল ৫.১ মাত্রার ভূমিকম্পের। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেমনানের ২৭ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়েছে। যার প্রভাব অনুভূত হয়েছে ইরানের রাজধানী তেহরান ও আলব্রোজ এলাকাতেও।
হামলার আগেই ইরানের মিসাইল লঞ্চার ধ্বংস করল ইজরায়েল। ৩টি মিসাইল লঞ্চারের ধ্বংসের ভিডিও প্রকাশ করলো IDF। ইজরায়েল এর তরফে দাবি করা হচ্ছে, এই লঞ্চারগুলি থেকে মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল ইরান।একটি মিসাইল ছোড়ার পরপরই লঞ্চারগুলিকে ধ্বংস করেছে ইজরায়েল।
ইরানের তেহরানে কীভাবে হামলা চালিয়েছে ইজরায়েল, তার ভিডিয়ো প্রকাশ করল আইডিএফ।
בנוסף, במהלך הלילה חיל-האוויר יירט ארבעה כלי טיס בלתי מאויישים ששוגרו מאיראן. pic.twitter.com/dZeg2PbuKT
— Israeli Air Force (@IAFsite) June 20, 2025
ইরানের লাবিজানে মিসাইল হামলা করছে ইজরায়েল। মিলিটারি বাঙ্কারে হামলা চালিয়েছে আইডিএফ। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেনেই এই বাঙ্কারে লুকিয়ে থাকতে পারেন। প্রশ্ন উঠছে ইরানের মিসাইল হামলার পর কি খোমেনেই সুরক্ষিত আছেন?
ইরান-ইজরায়েলের সংঘাতে এবার ঢুকে পড়ল চিনও? ইরানের দিকে উড়ে যেতে দেখা গিয়েছে চিনের তিনটি কার্গো বিমানকে। এরপরই প্রশ্ন উঠেছে যে গোপনে ইরানকে মদত দিচ্ছে চিন? অস্ত্র দিয়ে সাহায্য করছে?
ইরানও হাত গুঁটিয়ে বসে নেই। পাল্টা প্রত্য়াঘাত করছে তারা। এবার ইজরাইলের নেভেগ শহরে আক্রমণ ইরানের। নেগেভের রাজধানীতে মিসাইল হামলা। হামলার পরে একাধিক গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। একটি বহুতলের মাথায়ও পড়েছে মিসাইল। মনে করা হচ্ছে বহুতলের ছিল মাইক্রোসফটের অফিস।
ইজরায়েলের দাবি, বিগত ২৪ ঘণ্টায় ইরানের একাধিক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে তারা। তেহরান সহ একাধিক পরমাণু ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। খোনদাব জল গবেষণা রিঅ্যাক্টরেও হামলা করা হয়েছে।
বিশ্বমঞ্চে চাপ বাড়ছে ইরানের। এবার সেই আবহে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের অনুরোধেই জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইরানের বিদেশমন্ত্রী। আলোচনা হবে পরমাণু প্রসঙ্গে। ইরান যেন কোনও ‘ভুল পদক্ষেপ’ না নিয়ে ফেলে সেই বিষয়টিকে নিশ্চিত করতেই আলোচনা পর্ব।
বারংবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েল। বৃহস্পতিবার প্রতিদিনের মতো একই ভাবে চলেছে মিসাইল হানা। এবার ইজরায়েল-সহ কার্যত গোটা বিশ্বকে একযোগে হুঁশিয়ারি ইরানের। সূত্রের খবর, বিশ্বের দুই প্রান্তকে জোড়া হরমুজ প্রণালী বন্ধ করার কথা ভাবছে ইরান। এই পথ বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ধাক্কা পড়বে তেল ও LNG গ্যাস রফতানিতে।
ইজরায়েলের উপরে ২০০ ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা ইরানের। সঙ্গে ড্রোন দিয়েও হামলা চলছে।
Reports confirm Iran has fired nearly 400 ballistic missiles and over 1,000 drones at Israel, escalating the conflict significantly. 😲😲😲🙂B#IranIsraelConflict #Israel #Trump #IranIsrael #TelAviv #IsraelIranConflict #IsraeliranWar #IranVsIsrael pic.twitter.com/7NFka9p6f1
— himanshi ♡ (@me__himanshi) June 19, 2025
ইজরায়েলে ফের বড়সড় হানা ইরানের। তেল আভিভে ১৫ মিনিটের মধ্যে ২ বার বেজে ওঠে সাইরেন। IDF এর দাবি, অন্তত ২৫ টি মিসাইল ছুড়েছে ইরান। দক্ষিণ ইসরাইল এর একটি হাসপাতালের উপর মিসাইল হামলা। জানা যাচ্ছে, তেল অভিভ-জেরুজালেম এ পরপর হামলা করছে। মিসাইল হামলায় বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়।
গোপনে ইজরায়েলকেই মদত দিচ্ছে আমেরিকা। এর চরম মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ইরান। সরাসরি আমেরিকার সঙ্গে এবার সংঘাতে জড়াতে পারে ইরান, এই আশঙ্কার মধ্য়েই এবার আমেরিকার আকাশে দেখা গেল “ডুমসডে প্লেন”।
🚨 BREAKING: The “Nightwatch” (aka “Doomsday Plane”), the President’s emergency command aircraft, just landed at Joint Base Andrews outside Washington D.C. following a highly unusual flight path from Shreveport, Louisiana.
Historically, this aircraft is activated during severe… pic.twitter.com/RZUxX3iBuA
— Inside_Israel_Intel (@inside_IL_intel) June 18, 2025
ইরানের ছোড়া মিসাইল আছড়ে পড়ল ইজরায়েলের সোরোকা মেডিক্যাল সেন্টারে। তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রোগী, চিকিৎসক, নার্সদের ছুটে পালাতে দেখা গিয়েছে।
উত্তেজনা ইরানে। ইরানের আরাক পরমাণু কেন্দ্র ও তার আশেপাশের এলাকা খালি করার ঘোষণা করা হল। ইজরায়েলি সেনা অভিযান চালাবে, এই আশঙ্কাতেই বিজ্ঞানী ও কর্মীদের দ্রুত এলাকা খালি করার পরামর্শ দেওয়া হল।
তেহরানের পুলিশ হেড কোয়াটারে বিমান হামলা ইসরায়েলি বিমান বাহিনীর। পুলিশ হেড কোয়াটারটি রশিদ ইয়াসেমি স্ট্রিটে অবস্থিত। এছাড়াও জানা যাচ্ছে যে এখানে ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ছিল, এটি ফারাজ পুলিশ সদর দফতর নামে পরিচিত। যা বর্তমানে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে বলা হচ্ছে।
ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন সিন্ধু শুরু ভারতের। প্রথম দফাতে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে আসা হলো বৃহস্পতিবার সকালে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে ইন্ডিগোর বিমানে ভারতে নিয়ে আসা হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন গোয়েন্দা বিশ্লেষক এবং বর্তমানে পশ্চিম এশিয়ার শান্তিরক্ষী জোসেফাইন গিলবো আমেরিকান নাগরিকদের ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইজরায়েল আমাদের মিত্র নয়’।
ইরানের উপরে হামলা থামাচ্ছে না ইজরায়েল। নতুন করে তেহরানের ২০টি জায়গায় হামলা চালাল ইজরায়েলের বায়ুসেনা। ৬০টি যুদ্ধবিমান দিয়ে ইরানের ইউরেনিয়াম কেন্দ্র, মিসাইল ও এয়ার ডিফেন্স উৎপাদন কেন্দ্র ও পরমাণু ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেই খবর।
ইজরায়েলে থেকে মার্কিন নাগরিকদের সরানোর উদ্যোগ নেওয়া শুরু হল।জেরুজালেমে মার্কিন দূতাবাস ইজরায়েল থেকে নাগরিকদের সরাতে উদ্যোগী হয়েছে। জরুরি নোটিস জারি করা হয়েছে। বিমান ও ক্রুজে করে মার্কিন নাগরিকদের সরানোর বন্দোবস্তও করা হয়েছে। তাহলে কি খামেনেইয়ের হুঁশিয়ারি মতো ইজরায়েলে আজ রাতেই বড় প্রত্যাঘাত ইরানের? জোর চর্চা আন্তর্জাতিক মহলে।
ইরানের সুপ্রিম লিডারকে নিকেশে জোরাল ইজরায়েলি অভিযান শুরু হয়েছে। খামেনেইয়ের গোপন ডেরায় বোমাবর্ষণ করা হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমের একাংশ। তবে হামলায় খামেনেইয়ের কোনও ক্ষতি হয়নি, তিনি অক্ষতই রয়েছেন বলে জানিয়ে দিল তেহরান।
ছয়দিন ধরে মিসাইল হানা। বিমান হানা। তবুও ইরানের মাটির নিচে পরমাণু ঘাঁটির কোনও ক্ষতি করতে পারেনি ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানের ফোরডো পরমাণু ঘাঁটি ধ্বংস করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার ‘বাঙ্কার বাস্টার’ বোমা ধ্বংস করতে পারে মাটির নিচের এই পরমাণু ঘাঁটি।
বিস্তারিত পড়ুন: ট্রাম্পের আস্তিনে লুকানো ১৪ হাজার কেজির বোমাটা চাইল ইজরায়েল
গত ৬ দিন ধরে ইরানের সামরিক ও পরমাণু ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। এই নিয়ে এবার ইজরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। বুধবার জাতির উদ্দেশে ভাষণে আমেরিকাকেও সতর্ক করেন তিনি। ইজরায়েলকে সাহায্য করে এই সংঘাতে জড়ালে তার ফল ভোগ করতে হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন।
বিস্তারিত পড়ুন: ‘ইরান আত্মসমর্পণ করে না’, চরম ফল দেখতে ট্রাম্প-নেতানিয়াহুকে প্রমাদ গুনতে বললেন খামেনেই
তেল আভিভে আছড়ে পড়েছে ইরানের ছোড়া হাইপারসনিক মিসাইল।
#BREAKING: Insane Scenes from Tel Aviv after Iranian Hypersonic missile strikes the city ‼️🚨🚨#Iran #IranIsraelConflict #IranIsrael #IranVsIsrael #Iranian_power #Israel #iranisrealwar #tahran #TelAviv pic.twitter.com/yEvBUP7V0x
— U R B A N S E C R E T S 🤫 (@stiwari1510) June 17, 2025
ইজরায়েলের সঙ্গে আমেরিকাও ইরানের বিরুদ্ধে সংঘর্ষে জড়ালে, তেহরান আরও জোরাল ও যোগ্য জবাব দেবে। এই ভাষাতেই এবার কড়া বার্তা দিলেন জেনেভায় রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি। ইজরায়েলের সঙ্গে আমেরিকাও ইরানের বিরুদ্ধে অভিযানে শামিল হতে পারে। ক্রমশই এই সম্ভাবনা জোরাল হচ্ছে। আর এই পরিস্থিতিতে ইরানের এই বার্তা সরাসরি ওয়াশিংটনকেই হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে। বুধবার জেনেভায় আলি বাহরেনি সাংবাদিকদের বলেন, ইজরায়েলি আগ্রাসনে আমেরিকাও শামিল। কিন্তু আমাদেরও একটা ধৈর্য্যের সীমা রয়েছে। আশা করি আমেরিকা সেই সীমা পেরোবে না। যদি আমেরিকা লক্ষ্মণরেখা অতিক্রম করে, তাহলে ইরানও যোগ্য জবাব দেবে।’ তবে সেটা ঠিক কীভাবে তা ইরানি প্রতিনিধি স্পষ্ট করেননি। এখনও পর্যন্ত আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে সংঘাতে না জড়ালেও ইজরায়েলের দিকে ধেয়ে আসা মিসাইল নামাতে সাহায্য করছে মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ও রণতরীর বহর বাড়ছে। ইরানের বক্তব্য, আমেরিকার প্রতিটি পদক্ষেপ মেপে নিচ্ছে ইরান। ঠিক সময়ে ইরানি মিলিটারি পদক্ষেপ করবে।
শুক্রবার থেকে বুধবার পর্যন্ত হামলায় ১১০০ ইরানি টার্গেট ধ্বংসের দাবি ইজরায়েলের। আইডিএফের প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডাফরিন বুধবার এই দাবি করেছেন। ইরানের পরমাণু হামলার ঝুঁকিকে নিশ্চিহ্ন করতে শতাধিক ইজরায়েলি হামলা চলেছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অন্যান্য অস্ত্র ভাণ্ডারে ইজরায়েলি বায়ুসেনার হামলার ভিডিও প্রকাশ। ইরানের সেনাঘাঁটি টার্গেট করতে নিখুঁত লক্ষ্যে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা, কিন্তু ইরান কোনও নিয়মনীতির তোয়াক্কা করছে না বলে অভিযোগ আইডিএফের। তেল আভিভে রাতভর ঘন জনবসতি লক্ষ্য করে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল হামলার অভিযোগ ইজরায়েলের। অধিকাংশ মিসাইলকেই ইন্টারসেপ্ট করা হয়েছে। হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি দাবি আইডিএফের।
ইরানের পরমাণু কেন্দ্রে ইজরায়েলি হামলাকে ‘বিপজ্জনক’, ‘বেআইনি’ বলল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে দাবি ইরানের। ইজরায়েলি বায়ুসেনার ইরানে হামলার তীব্র নিন্দা করেছে রুশ বিদেশমন্ত্রক। ‘এই হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতাবস্থার বিরুদ্ধে সরাসরি হুমকি’, বলল রাশিয়া। পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হলে মধ্য প্রাচ্যে পারমাণবিক বিপর্যয় নেমে আসবে, ইরানের পারমাণবিক গবেষণা সম্পূর্ণ শান্তিপূর্ণ বলেও দাবি মস্কোর।
ইজরায়েলি হামলায় ইরানের আন্ডারগ্রাউন্ড পরমাণু গবেষণাগারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানালেন ইরানের অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান মহম্মদ এসলামি। মাটির নিচে ইরানের সবকটি পরমাণু গবেষণাগার চালু রয়েছে, দাবি ইরানের। পরমাণু বিজ্ঞানীরা সর্বশক্তি প্রয়োগ কাজ করছেন।
মঙ্গলবার রাতভর তেহরানের সেন্ট্রিফিউজ প্রোডাকশন সাইটে হামলা চালায় আইডিএফ।এই সব কেন্দ্রে পরমাণু বোমার তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ চলত বলে দাবি। হামলায় গবেষণা কেন্দ্র-সহ অস্ত্র উৎপাদন কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তেল আভিভের। সেই দাবি উড়িয়ে ইরানের পাল্টা দাবি, তাদের সমস্ত পরমাণু গবেষণাগার অক্ষত রয়েছে।
‘এক থেকে দু সপ্তাহের মধ্যেই ইজরায়েলের লক্ষ্য পূরণ হবে। ইরানের সমস্ত পরমাণু গবেষণাগার ধুলোয় মিশে যাবে’। বড় দাবি ইজরায়েলি ডিফেন্স ফোর্সের আধিকারিকের। ৭ থেকে ১৪ দিনের মধ্যে ইরানের সব ব্যালিস্টিক মিসাইল, সেনাঘাঁটি ধ্বংসের দাবি।
শোনা যাচ্ছে, তেল আভিভের ‘অ্যারো মিসাইল’ ভাণ্ডার ফুরিয়ে আসছে। আর কতদিন ইরানের ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলা করবে ইজরায়েল, উঠছে প্রশ্ন। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা রুখতে ইজরায়েল ব্যবহার করছে ‘অ্যারো ২ ও ৩ মিসাইল’। ওয়াল স্ট্রিট জার্নালে দাবি মার্কিন আধিকারিকের। ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে ঠিক নেই। এই অবস্থায় কতদিন নিজেদের প্রতিরক্ষা মজবুত রাখতে পারবে তেল অভিভ?
ইরান পরমাণু পরমাণু বোমা বানাচ্ছিল। তা থেকে ইজরায়েলকে রক্ষা করার কথা বলেই দিন ছয়েক আগে তেহরানে হামলা চালায় ইজরায়েলি সেনা। ৬ দিনের দুই দেশের সংঘাত আরও তীব্র হয়েছে। আর এই লড়াইয়ে ইজরায়েলকে কড়া জবাব দেওয়ার বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইজরায়েলের প্রতি কোনও দয়া নয় বলে এক্স হ্যান্ডলে হুঁশিয়ারি দিলেন তিনি।
ইরান ও ইজরায়েলের লড়াই আরও ভয়াবহ আকার ধারণ করছে। দুই দেশের লড়াইয়ের ষষ্ঠ দিনে পড়েছে। ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বে তেল ভাণ্ডার ও শোধনাগারে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি সামনে এসেছে। যেখানে দাউ দাউ করে আগুন জ্বলার ছবি দেখা গিয়েছে। তেহরানের একটি নির্দিষ্ট এলাকা ফাঁকা করার বার্তা দিয়েছিলেন ইজরায়েলি সেনার মুখপাত্র। তারপরই এই হামলা চালানো হয়। এদিকে, ইজরায়েলের তেল আভিভ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুধবার ভোর রাতে ইরান প্রায় ১০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। ইজরায়েলি সেনা জানিয়েছে, বেশিরভাগ মিসাইলকে প্রতিহত করা গিয়েছে।
আকাশে চিলের মতো উড়ে বেড়াচ্ছে ইজরায়েলের যুদ্ধবিমান। নীচ থেকে ‘ঢিল’ ছুড়ছে ইরান। এদিন তাব্রিজে ইজরায়েলের আরও একটি যুদ্ধবিমান গুলি করে নামাল ইরান। এখনও পর্যন্ত মোট চারটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে সেনা, দাবি ইরান প্রশাসনের। পাশাপাশি, MAV’ পাঠিয়ে তেল আভিভে হামলা চালিয়েছে বলেও দাবি করছে তারা।
শুধু মিসাইল-বিমান হানা নয়, এবার ইরানের ব্যাঙ্কেও সাইবার হানা ইজরায়েলের। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব ‘ব্যাঙ্ক সেপাহ’-তে হানা দিয়েছে ইজরায়েলি হ্যাকার গোষ্ঠী ‘predatory sparrow’-র। এই ব্যাঙ্ক থেকে জঙ্গিদের অনুদান চলে, বলে অভিযোগ তুলে হামলা চালিয়েছে তারা। মুছে ফেলা হয়েছে সমস্ত তথ্য। স্তব্ধ হয়েছে দেশের লেনদেন।
মঙ্গলবার রাতভর হামলার মাধ্যমে তারা শেষ করেছে ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই দ্বারা সদ্য নিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানিকে। দিন তিনেক আগেই ইরানের সেনাবাহিনীর কমান্ডর হোসেন সালামি ও বাহিনী প্রধান হোসেন বাগেরির ইজরায়েলি হামলায় মৃত্যুর পর এই শাদমানিকে জেনারেল পদে উন্নীত করেন খামেনেই। কিন্তু দায়িত্ব পাওয়ার কয়েক দিনের মধ্য়েই ইজরায়েলের হানায় প্রাণ গেল তার।
ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পরই মঙ্গলবার এশিয়ার বাজারে প্রাথমিক লেনদেনের সময় তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে গিয়েছে। তাঁর বক্তব্য কার্যত ইজরায়েল ও ইরানের মধ্যে চলা উত্তেজনা প্রশমনের সব আশাই শেষ করে দিয়েছে। ফলে বাজারে অনিশ্চয়তাও বৃদ্ধি পেয়েছে।
বিস্তারিত পড়ুন: হু হু করে বাড়বে তেলের দাম! ট্রাম্পের এই একটা কথাই বড় প্রভাব ফেলছে
তেহরান জুড়ে মানুষের অস্বস্তি বাড়ছে। এই আবহেই ভারতীয় দূতাবাসের তরফে অবিলম্বে যোগাযোগ করার বার্তা দেওয়া হল ভারতীয়দের।
⚠️
All Indian Nationals who are in Tehran and not in touch with the Embassy are requested to contact the Embassy of India in Tehran immediately and provide their Location and Contact numbers.Kindly contact: +989010144557; +989128109115; +989128109109@MEAIndia
— India in Iran (@India_in_Iran) June 17, 2025
ইজরায়েলের দাবি, বিশ্ব জুড়ে ইরান যে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেটিকে শেষ করতেই তাদের সংবাদমাধ্যমে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুর এই ‘সাহসিকতাকে’ যুদ্ধ অপরাধ বলে অভিযোগ তুলেছে ইরান। পাশাপাশি, এই হামলার জবাব ‘ভয়ঙ্কর’ ভাবে দেবে, সেই ইঙ্গিতটাও এবার দিচ্ছে তেহরান। ফাঁকা করছে রাজধানী। তবে কি এবার পরমাণু যুদ্ধ?
বিস্তারিত পড়ুন: পরমাণু যুদ্ধ কি আর ক্ষণিকের অপেক্ষা? সংবাদ অফিসে হামলার পরেই বড় ইঙ্গিত ইরানের
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইরানের রাজধানী থেকে সবাইকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, “ইরানের চুক্তিতে স্বাক্ষর করা উচিৎ ছিল। যা ঘটছে, তা লজ্জার। মানুষের প্রাণহানি হচ্ছে। আমি শুধু বলব, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে না। আমি এটা বারবার বলছি। সবাই দ্রুত তেহরান ছাড়ুন।”
বিস্তারিত পড়ুন: ‘তেহরান খালি করুন’, বার্তা দিয়েই তড়িঘড়ি G7 ছাড়ছেন ট্রাম্প, কী হচ্ছে মধ্যপ্রাচ্যে?
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলি খামেনেইকে হত্যার কথা বলেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে হত্যা করা হলে এই সংঘাত আর বাড়বে না, বরং সব সংঘাতের শেষ হবে। সূত্রের খবর, বর্তমানে কোনও এক অজ্ঞাত জায়গায় বাঙ্কারের ভিতর লুকিয়ে আছেন খামেনেই।
বিস্তারিত পড়ুন: খামেনেইকে সরাসরি হত্যার হুঁশিয়ারি নেতানিয়াহুর! আরও বড় আকারের যুদ্ধের আশঙ্কা