Israel Iran War: পরমাণু যুদ্ধ কি আর ক্ষণিকের অপেক্ষা? সংবাদ অফিসে হামলার পরেই বড় ইঙ্গিত ইরানের
Israel Iran War: যুদ্ধ যে ইরানকে দিন শেষে ফল দিচ্ছে না, তা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন তাদের শীর্ষ নেতৃত্বরাও। এই পরিস্থিতিতে 'শেষ কামড়ের' কথাই চিন্তা করছে ইরান,দাবি সেখানকার রাষ্ট্রীয় সংবাদমাধ্য়মের সংবাদমাধ্যমের।

ইতিমধ্যে হামলা-পাল্টা হামলায় বিধ্বস্ত জনজীবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান। তারা ভেঙেছে ইজরায়েলের আয়রন ডোম, কিন্তু পারেনি ইহুদি ভূমের মাথা নোয়াতে। উল্টে দিন দুয়েকের মধ্যে একাধিক ইজরায়েলি হামলায় কোমর ভাঙার মতো দশা হয়েছে ইরানের। ফাঁকা করে দেওয়া হচ্ছে তাদের রাজধানী তেহরান।
যুদ্ধ যে ইরানকে দিন শেষে ফল দিচ্ছে না, তা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন তাদের শীর্ষ নেতৃত্বরাও। এই পরিস্থিতিতে ‘শেষ কামড়ের’ কথাই চিন্তা করছে ইরান,দাবি সেখানকার রাষ্ট্রীয় সংবাদমাধ্য়মের সংবাদমাধ্যমের। ইজরায়েলের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর কথা ভাবছে ইরানের শীর্ষ নেতৃত্বরা।
এদিন ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRIB-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। গোটা ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিয়োতে। যেখানে দেখা গিয়েছে, লাইভ চলাকালীন সংবাদ উপস্থাপক একটি খবর পড়ছেন। তখনই বিস্ফোরণে ভেঙে পড়ে সেই সংবাদ অফিসের স্টুডিও-র একাংশ। তড়িঘড়ি অফিস থেকে বেরিয়ে যান সাংবাদিকরা।
ইজরায়েলের দাবি, বিশ্ব জুড়ে ইরান যে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেটিকে শেষ করতেই তাদের সংবাদমাধ্যমে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুর এই ‘সাহসিকতাকে’ যুদ্ধ অপরাধ বলে অভিযোগ তুলেছে ইরান। পাশাপাশি, এই হামলার জবাব ‘ভয়ঙ্কর’ ভাবে দেবে, সেই ইঙ্গিতটাও এবার দিচ্ছে তেহরান। ফাঁকা করছে রাজধানী। তবে কি এবার পরমাণু যুদ্ধ?





