Iran Israel War: ট্রাম্পের আস্তিনে লুকানো ১৪ হাজার কেজির বোমাটা চাইল ইজরায়েল
Iran Israel War: ইরানের যাবতীয় পরমাণু গবেষণাগার ধ্বংস করতেই অপারেশন রাইজিং লায়ন করা হচ্ছে বলে প্রথম দিনই জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোরডো ধ্বংস করেই অপারেশন থামাতে চায় ইজরায়েল।

জেরুজালেম: ছয়দিন ধরে মিসাইল হানা। বিমান হানা। তবুও ইরানের মাটির নিচে পরমাণু ঘাঁটির কোনও ক্ষতি করতে পারেনি ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানের ফোরডো পরমাণু ঘাঁটি ধ্বংস করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার ‘বাঙ্কার বাস্টার’ বোমা ধ্বংস করতে পারে মাটির নিচের এই পরমাণু ঘাঁটি।
তেহরানের ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোম শহরের পার্বত্য অঞ্চলে মাটির ৮০ থেকে ৩০০ ফুট নিচে লুকানো ইরানের সবচেয়ে সুরক্ষিত ‘ফোরডো নিউক্লিয়ার ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’। লাগাতার ইজরায়েলি হানাতেও এই প্ল্যান্টের কোনও ক্ষয়ক্ষতি হয়নি এখনও পর্যন্ত। মাটির নিচে লুকানো এই ধরনের পরমাণু ঘাঁটি ওড়াতে ওস্তাদ ‘বাঙ্কার বাস্টার’ বোমা। ১৩ হাজার ৬০০ কিলো ওজনের এই বোমা মাটির নিচে ২০০ ফুট গভীরেও টার্গেটে আঘাত করতে পারে। পরপর দুটি বোমা ফেললেই নিশ্চিহ্ন হতে পারে ফোরডো, দাবি ইজরায়েলি সেনাকর্তার।
ইরানের যাবতীয় পরমাণু গবেষণাগার ধ্বংস করতেই অপারেশন রাইজিং লায়ন করা হচ্ছে বলে প্রথম দিনই জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোরডো ধ্বংস করেই অপারেশন থামাতে চায় ইজরায়েল। ইরানের এই পরমাণু ঘাঁটি ধ্বংস করতে ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের সবুজ সঙ্কেত পেলেই মার্কিন সেনা যুদ্ধবিমান থেকে এই বোমা ফেলতে পারে।
মাটির নিচে তাদের পরমাণু গবেষণাগারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরান। সেদেশের অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান মহম্মদ এসলামি দাবি করেছেন, মাটির নিচে ইরানের সবকটি পরমাণু গবেষণাগার চালু রয়েছে। আবার রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে ইরান দাবি করেছে, তাদের পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হামলাকে বেআইনি বলেছে রাশিয়া।

