AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran Israel war: ‘ইরান আত্মসমর্পণ করে না’, চরম ফল দেখতে ট্রাম্প-নেতানিয়াহুকে প্রমাদ গুনতে বললেন খামেনেই

Iran Israel war: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে ইরানকে। এদিন তাঁরও জবাব দেন খামেনেই। বলেন, ইরানের মানুষ আত্মসমর্পণ করবেন না। ইরানকে হুমকি দিয়ে লাভ নেই।

Iran Israel war: 'ইরান আত্মসমর্পণ করে না', চরম ফল দেখতে ট্রাম্প-নেতানিয়াহুকে প্রমাদ গুনতে বললেন খামেনেই
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই
| Updated on: Jun 18, 2025 | 5:21 PM
Share

তেহরান: গত ৬ দিন ধরে ইরানের সামরিক ও পরমাণু ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। এই নিয়ে এবার ইজরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। বুধবার জাতির উদ্দেশে ভাষণে আমেরিকাকেও সতর্ক করেন তিনি। ইজরায়েলকে সাহায্য করে এই সংঘাতে জড়ালে তার ফল ভোগ করতে হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন।

এদিন সকালেই এক্স হ্যান্ডলে খামেনেই ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ইজরায়েলকে কড়া জবাব দিতে হবে। কোনওরকম দয়া দেখানো হবে না।” কয়েকঘণ্টা পরই জাতির উদ্দেশে ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “ইরানের উপর হামলা চালিয়ে বিশাল বড় ভুল করেছে ইজরায়েল। এর শাস্তি তারা পাবে।”

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে ইরানকে। এদিন তাঁরও জবাব দেন খামেনেই। বলেন, ইরানের মানুষ আত্মসমর্পণ করবেন না। কোনও দিনই আত্মসমর্পণ করবে না ইরান। হুমকি দিয়ে লাভ নেই। একইসঙ্গে ইরানবাসীর উদ্দেশে তাঁর বক্তব্য, “কারও চাপানো শর্ত মেনে নেবে না ইরান। দেশবাসীকে এক হয়ে থাকতে হবে। ইরানের সশস্ত্র বাহিনী দেশের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও পর্যাপ্ত।”

ইরান ও ইজরায়েলের সংঘাতে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে বলে জল্পনা চলছে। এই নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমেরিকার জানা দরকার কোনওরকম সেনা অনুপ্রবেশ হলে তার চূড়ান্ত ফল ভোগ করতে হবে।

এদিকে, ইরান ও ইজরায়েলের সংঘাতে আমেরিকাকে নাক গলাতে নিষেধ করল রাশিয়া। এই প্রথম ইরান-ইজরায়েলের সংঘাতের আবহে আমেরিকাকে হুঁশিয়ারি দিল ভ্লাদিমির পুতিনের দেশ। রুশ বিদেশমন্ত্রককে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থার দাবি, ইজরায়েলকে যেন কোনওরকম সাহায্য করা না হয়, সেই নিয়ে ট্রাম্প প্রশাসনকে বার্তা দিয়েছে মস্কো। ইরানের সংবাদ সংস্থার আরও দাবি, ইরানের পরমাণু কেন্দ্রে ইজরায়েলি হামলার তীব্র নিন্দা করেছে রাশিয়া।