Israel Iran War video: লাইভ চলাকালীন ইজ়রায়েলের বিস্ফোরণ, স্টুডিয়ো ছেড়ে পালালেন ইরানীয় অ্যাঙ্কার, শিউরে উঠবেন ভিডিয়ো দেখলে
Israel Iran War: জানা যাচ্ছে, এ দিন ইরানের সরকারি টিভি চ্যানেলের দফতরে হামলা চালায় ইজ়রায়েল। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় স্টিডিয়োয় খবর পড়ছিলেন সঞ্চালিকা। বোমার আঘাতে কেঁপে ওঠে দফতর।

স্টুডিয়োয় তখন খবর পড়ছিলেন সঞ্চালিকা। ইরান-ইজরায়েলের সংঘাত নিয়ে লাগাতার একের পর এক আপডেট দিচ্ছেন। সেই সময় হঠাৎ কেঁপে উঠল সরকারি টিভি চ্যানেলের দফতর। খবর পড়া থামিয়ে সঙ্গে-সঙ্গে স্টুডিয়ো ছেড়ে পালিয়ে গেলেন সঞ্চালিকা। এ দিনের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন লোকজন। অনেকেই মনে করছেন, সময় যত গড়াচ্ছে ইরান-ইজ়রায়েল সংঘাত যেন আরও ভয়াবহ হয়ে উঠছে।
BREAKING: Iran’s state TV says it is being attacked by Israel. pic.twitter.com/1wKC9BgWD5
— Clash Report (@clashreport) June 16, 2025
জানা যাচ্ছে, এ দিন ইরানের সরকারি টিভি চ্যানেলের দফতরে হামলা চালায় ইজ়রায়েল। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় স্টুডিয়োয় খবর পড়ছিলেন সঞ্চালিকা। ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে দফতর। সেই দৃশ্যও সম্প্রচার হয়। কেঁপে ওঠে স্টুডিয়ো। তড়িঘড়ি পালিয়ে যান সঞ্চালিকা।
এ দিকে, এই ঘটনার সময় রক্তাক্ত অবস্থাতেই জলন্ত টিভি চ্যানেলের সামনে রিপোর্টিং করতে দেখা গেল ইরানীয় সাংবাদিককে। এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করছেন, আর পিছনে ইজ়রায়েলের হামলায় জ্বলছে তাঁর অফিস। জানা যাচ্ছে, এই ঘটনায় আহত হয়েছেন একাধিক সাংবাদিক। তবে প্রাথমিক ধাক্কা সামনে আবারও চ্যানেলে সম্প্রচার শুরু হয়েছে। আজ প্রায় দিনভরই ইরানের রাজধানী তেহরানে মুড়ি-মুড়কির মতো ক্ষেপনাস্ত্র বর্ষণ করেছে ইজ়রায়েল। অপরদিকে, ইরানও পাল্টা আঘাত হেনেছে। ইজরায়েলের হাইফা, জেরুজালেম, তেল আবিবের মতো শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চলানো হয়েছে। তার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনায় শোরগোল।





