Israel-Hamas Conflict: মুহুর্মুহু রকেট হামলা, শহর জুড়ে সাইরেন, তেল আভিভের ভয়াবহ ছবি ধরা পড়ল TV9-এর ক্যামেরায়

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 18, 2023 | 10:05 AM

Israel-Hamas Conflict: ইজরায়েলি সেনার দাবি, হামাসের ওপর আক্রমণে সফল হয়েছে তারা। শুধু তাদের সামরিক দফতরই নয়, হামাসের একের পর গোপন ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইজরায়েলের বিমান হানায়। তারপরই হামাস পাল্টা হামলা চালাতে থাকে।

তেল আভিভ: একদিকে নয়, এখন ইজরায়েলের দু দিকেই যুদ্ধ পরিস্থিতি। একদিকে হামাস, অন্যদিকে হিজবুল্লার হামলা। প্রতিদিন আরও ভয়ঙ্কর হচ্ছে ছবি। মঙ্গলবার রাতে আতঙ্ক ছড়াল ইজরায়েলের প্রাণকেন্দ্র তথা সবথেকে জনবহুল শহর তেল আভিভে। সন্ধ্যা নামার পর আচমকা সাইরেনের শব্দ। ক্রমশ বাড়তে থাকে সেই আওয়াজ। এরপরই শোনা যায় গোলাবর্ষণের শব্দ। হামাসের ছোড়া রকেট আলো হয়ে যায় তেল আভিভের আকাশ। আতঙ্কে ছোটাছুটি করেন সাধারণ মানুষ। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ে সেই রকেট হামলার ছবি।

ইজরায়েল সেনা সূত্রে খবর, গাজায় একটানা পাল্টা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয় হয়েছে হামাসের সামরিক দফতর। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত একটানা চলে সেই হামলা। আর বিকেলের পর থেকেই হামাস ফের পাল্টা হামলা চালায় বলে সূত্রের খবর। গাজার দিক থেকে পরপর ছোড়া হয় রকেট। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ে রকেট হামলার সেই ছবি। হোটেলের ছাদ থেকেই দেখা যায় কীভাবে মাঝ আকাশে ফাটছে রকেট। দেখা যায়, দোকান ছেড়ে দ্রুত বাড়ির দিকে ছুটছেন স্থানীয় ব্যবসায়ীরা। ধরা পড়ে আতঙ্কের ছবি।

অন্যদিকে, উত্তর ইজরায়েলে লেবানন সীমান্তেও জারি হামলা-পাল্টা হামলা।  ইজরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হিজবুল্লা হামলা চায়, তাতে দুই ইজরায়েলি সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ।

তবে ইজরায়েলি সেনার দাবি, হামাসের ওপর আক্রমণে সফল হয়েছে তারা। শুধু তাদের সামরিক দফতরই নয়, হামাসের একের পর গোপন ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইজরায়েলের বিমান হানায়। তারপরই হামাস পাল্টা হামলা চালাতে থাকে। তবে দুদিক থেকে হওয়া হামলা ইজরায়েল কীভাবে সামাল দেবে, সেটাই দেখার।

Published on: Oct 18, 2023 06:58 AM