AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lahore Blast: সকাল থেকে পরপর বিস্ফোরণ লাহোরে, কী হচ্ছে সেখানে?

Blast Heard in Pakistan: গতকাল, ৬-৭মে-র রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'।

Lahore Blast: সকাল থেকে পরপর বিস্ফোরণ লাহোরে, কী হচ্ছে সেখানে?
লাহোরে বিস্ফোরণ।Image Credit: X
| Updated on: May 08, 2025 | 9:14 AM
Share

ইসলামাবাদ: পাকিস্তানে ফের বিস্ফোরণ। বৃহস্পতিবার সাতসকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর। জিও টিভি ও সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, আজ সকালে লাহোর বিমানবন্দরের কাছে জোরাল বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলেই সূত্রের খবর। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে অনেকেরই আশঙ্কা, ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফের সামরিক কোনও অ্যাকশন হতে পারে। তবে ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনও যোগ নেই।

অন্যদিকে স্থানীয় পাক সংবাদমাধ্যম সূত্রেই খবর, পাকিস্তানি বায়ুসেনা মহড়া চালাচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর ওল্ড বিমানবন্দর।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমে সাইরেনের শব্দ শোনা যায়। তারপরই বিস্ফোরণ হয়। অনেকে আবার এই বিস্ফোরণের পিছনে বালোচ আর্মির হাত থাকতে পারে বলেও আশঙ্কা করছে। পাকিস্তানের অন্দরেই বিদ্রোহ শুরু করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ট্রেন হাইজ্যাক থেকে শুরু করে পাক সেনার কনভয়ে হামলা- একের পর এক আঘাত হানছে তারা। এই হামলার পিছনেও তাদের হাত থাকতে পারে।

প্রসঙ্গত, গতকাল, ৬-৭মে-র রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্য়াঘাতেই এই জবাব দিয়েছে ভারত।