Gorilla: ছোট্ট ছানার জন্ম দিল ‘পুরুষ’ গোরিলা! কীভাবে সম্ভব? হতবাক চিড়িয়াখানার কর্মীরা
US Zoo: গোরিলাদের দেখভালের দায়িত্বে যে কর্মী রয়েছেন, তিনি সম্প্রতিই সুলি নামক গোরিলার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেন। এরপরে হঠাৎই একদিন দেখতে পান, সুলির কোলে গোরিলার ছানা। কোথা থেকে এল এই গোরিলা সন্তান?

ওহাইয়ো: পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে, যা দেখে বা শুনে আমরা আশ্চর্য হই। বেশ কিছুদিন আগেই এক ব্যক্তি আলোড়ন ফেলেছিলেন সন্তান জন্ম দিয়ে। এবার একই ঘটনা ঘটল চিড়িয়াখানায়। সন্তানের জন্ম দিল এক ‘পুরুষ’ গোরিলা। চিড়িয়াখানার কর্মীরা জানান, হঠাৎই একদিন তাঁরা দেখতে পান যে খাঁচায় থাকা পুরুষ গোরিলার কোলে ছোট্ট ছানা। সযত্নে তাঁর লালন-পালন করছে গোরিলাটি। গোরিলার সন্তান দেখে চমকে যান সকলে। কিন্তু কীভাবে সম্ভব হল এটা?
ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহাইয়োর কলম্বাস জু ও অ্যাকোয়ারিয়ামে। সেখানে বেশ কয়েকটি গোরিলা রাখা রয়েছে। প্রতিদিনই তাদের খাবার দেওয়া থেকে শুরু করে যাবতীয় যত্নআত্তিই করা হয়। গোরিলাদের দেখভালের দায়িত্বে যে কর্মী রয়েছেন, তিনি সম্প্রতিই সুলি নামক গোরিলার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেন। এরপরে হঠাৎই একদিন দেখতে পান, সুলির কোলে গোরিলার ছানা। কোথা থেকে এল এই গোরিলা সন্তান? চিড়িয়াখানার কোনও মহিলা গোরিলা তে গর্ভবতী ছিল না! তাহলে কোথা থেকে এল বাচ্চা?
View this post on Instagram
কীভাবে ‘পুরুষ’ গোরিলা সন্তান জন্ম দিল?
চিড়িয়াখানার কর্মীরা যখন ভেবেই অস্থির যে কোথা থেকে গোরিলার ছানা এল, তখনই সুলির মধ্যে মাতৃসুলভ আচরণ দেখা গেল। তখন ভালভাবে সুলিকে পরীক্ষা করে জানা যায় যে এতদিন ধরে সুলিকে তারা পুরুষ বলে ভাবলেও আসলে ওটি মহিলা গোরিলা। চিড়িয়াখানার তরফেই ইন্সটাগ্রামে গোটা ঘটনাটি পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, “আপনাদের জন্য় একটা মিষ্টি সারপ্রাইজ রয়েছে। আমাদের গোরিলা পরিবার আরও একটু বড় হল কন্যা গোরিলা সন্তানের আকস্মিক আগমনে! তবে সবথেকে মজার বিষয় হল, ওই গোরিলা শিশুর মাকে এতদিন পুরুষ বলে মনে করা হয়েছিল।”
দ্য কঙ্গো অ্যান্ড অ্য়ানিমাল হেলথ কেয়ার টিম সুলি ও তাঁর সন্তানের দেখভাল করছে। মা ও সন্তান-উভয়ই ভাল রয়েছে বলে জানানো হয়েছে।
